Sunday, October 5, 2025
spot_img
Homeপ্রযুক্তি জগৎমেটা আনছে নতুন স্মার্ট গ্লাস, দাম থাকবে বেশ চড়া

মেটা আনছে নতুন স্মার্ট গ্লাস, দাম থাকবে বেশ চড়া

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা তাদের বার্ষিক কনেক্ট ইভেন্টে উন্মোচন করতে যাচ্ছে নতুন প্রজন্মের স্মার্ট গ্লাস। কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এই ডিভাইসটিতে থাকবে বিল্ট-ইন ডিসপ্লে, যার দাম আনুমানিক ৮০০ ডলার হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।

ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে প্রধান নির্বাহী জাকারবার্গ নতুন গ্লাসটি উপস্থাপন করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। অভ্যন্তরীণ কোডনেম হাইপারনোভা হিসেবে পরিচিত এ গ্লাস বাজারে আসবে সেলেস্টে নামে। এর ডান লেন্সে ছোট একটি ডিজিটাল ডিসপ্লে থাকবে, যেখানে নোটিফিকেশনের মতো মৌলিক তথ্য দেখা যাবে।

বিশ্লেষকরা বলছেন, এটি আগের বছরের প্রদর্শিত ওরিয়ন প্রোটোটাইপের মতো উন্নত হবে না। তবে বাজারে টিকে থাকতে এবং এআই দৌড়ে প্রতিযোগিতায় নামতে মেটার নতুন পদক্ষেপ এটি।

মেটা এরই মধ্যে রে-বেন ও ওকলের সঙ্গে যৌথভাবে স্মার্ট গ্লাস বাজারে এনেছে, যেখানে ক্যামেরা, এআই ফিচার, হ্যান্ডস-ফ্রি কন্ট্রোল এবং ফেসবুক ও ইনস্টাগ্রামে লাইভস্ট্রিমের সুবিধা রয়েছে। তবে উচ্চমূল্যের কারণে নতুন গ্লাসটি সাধারণ ক্রেতাদের কাছে সীমিত আকারে জনপ্রিয় হবে বলে মনে করছেন গবেষকরা।

এবারের দুই দিনের কনফারেন্সে মেটা হাতের অঙ্গভঙ্গি দিয়ে গ্লাস নিয়ন্ত্রণ করার জন্য একটি নতুন রিস্টব্যান্ড এবং হালনাগাদ রে-বেন সংস্করণও প্রকাশ করতে পারে। উন্নত ক্যামেরা, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং নতুন এআই ফিচার সেখানে যুক্ত হবে বলে জানা গেছে।

যদিও রে-বেনের বর্তমান গ্লাসের দাম শুরু হয় ২৯৯ ডলার থেকে, নতুন সেলেস্টে সিরিজের দাম অনেক বেশি হওয়ায় বাজারে বড় অংশ দখল করতে পারবে না বলে আশঙ্কা করা হচ্ছে। গবেষকদের মতে, সর্বোচ্চ কয়েক লাখ ইউনিট বিক্রি হলেও এটি ডেভেলপারদের আগ্রহ বাড়াবে, যা ভবিষ্যতে আরও উন্নত ডিভাইস তৈরিতে সহায়ক হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments