Sunday, October 5, 2025
spot_img
Homeকমিউনিটি সংবাদভেনেজুয়েলান নাগরিকদের সুরক্ষা বাতিলে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

ভেনেজুয়েলান নাগরিকদের সুরক্ষা বাতিলে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

ট্রাম্প প্রশাসন আবারও যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আবেদন করেছে ভেনেজুয়েলান নাগরিকদের টেম্পোরারি প্রটেকটেড স্ট্যাটাস (TPS) বাতিলের উদ্দেশ্যে। শুক্রবার ন্যায়বিভাগ একটি জরুরি আবেদন জমা দেয়, যেখানে তারা ফেডারেল বিচারকের রায় স্থগিত করার অনুরোধ জানায়। ওই রায়ে বলা হয়েছিল, স্বরাষ্ট্র সুরক্ষা সচিবের এ ধরনের সুরক্ষা বাতিলের আইনগত ক্ষমতা নেই।

ন্যায়বিভাগ তাদের আবেদনে জানায়, আদালতের আদেশ বহাল থাকায় সচিবকে বাধ্য হয়ে প্রায় ৩ লাখ ভেনেজুয়েলান নাগরিককে দেশে থাকতে দিতে হচ্ছে, যদিও সচিব মনে করেন এটি জাতীয় স্বার্থের পরিপন্থী।

এর আগে, চলতি বছরের মে মাসে সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের পক্ষে রায় দিয়েছিল এবং সান ফ্রান্সিসকোর এক বিচারকের দেওয়া অস্থায়ী আদেশ তুলে নেয়। তবে ৫ সেপ্টেম্বর ফেডারেল আদালতের চূড়ান্ত রায়ে বলা হয়, TPS বাতিলের উদ্যোগ আইন লঙ্ঘন করেছে।

ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডায় অভিবাসন কঠোরভাবে নিয়ন্ত্রণ অন্যতম অগ্রাধিকার হিসেবে স্থান পেয়েছে। তিনি বৈধ ও অবৈধ অভিবাসন সীমিত করার পাশাপাশি বিভিন্ন অভিবাসী গোষ্ঠীর সাময়িক সুরক্ষা বাতিলের পদক্ষেপ নিয়েছেন।

উল্লেখ্য, TPS হলো মার্কিন আইনে একটি মানবিক ব্যবস্থা, যা যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা বড় ধরনের সংকটে পড়া দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে থেকে কাজ ও নিরাপত্তার সুযোগ দেয়। বাইডেন প্রশাসন ২০২১ এবং ২০২৩ সালে ভেনেজুয়েলার নাগরিকদের জন্য TPS ঘোষণা করে এবং সর্বশেষ মেয়াদ বাড়ায়। তবে নতুন প্রশাসন দায়িত্ব নিয়ে সেই সম্প্রসারণ প্রত্যাহার করে এবং কিছু ভেনেজুয়েলান নাগরিকের সুরক্ষা বাতিলের প্রক্রিয়া শুরু করে।

ন্যায়বিভাগের বক্তব্যে আরও উল্লেখ করা হয়, নিম্ন আদালতগুলো বারবার সুপ্রিম কোর্টের জরুরি আদেশ যথাযথভাবে বাস্তবায়নে বিভ্রান্তি ও অসন্তোষ প্রকাশ করছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments