দেশের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান রাজনৈতিক দলের চেয়ারপারসনকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বা ভিভিআইপি ঘোষণা করার পর তাঁর নিরাপত্তায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)।
মঙ্গলবার দুপুরের পরপরই রাজধানীর বিশেষায়িত হাসপাতালে এসএসএফের বহর প্রবেশ করতে দেখা যায়। এরপর থেকেই কর্মকর্তা-কর্মীরা সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা তদারকি শুরু করেন।
এদিন দুপুরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে তাঁকে ভিভিআইপি তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন থেকে সরকার–সম্পৃক্ত একজন পরিকল্পনা উপদেষ্টা জানান—নিরবচ্ছিন্ন চিকিৎসা, প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ, নিরাপত্তা এবং চলাফেরার সুবিধা বিবেচনায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নির্দেশনা ইতিমধ্যে সংশ্লিষ্ট সব সংস্থায় পাঠানো হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।
সাবেক প্রধানমন্ত্রীর পরিবার ও রাজনৈতিক দলকেও সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
গত ২৩ নভেম্বর থেকে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ওই হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণে রাখেন।



