ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চেঙ্গী নদীর পানি বেড়ে গিয়ে ডুবে গেছে খাগড়াছড়ি জেলা শহরের নিচু এলাকা। শনিবার রাতের টানা বৃষ্টিতে শহরের নিচের বাজার, গরু বাজার, মেহেদীবাগ, উত্তর গঞ্জপাড়া, শব্দমিয়াপাড়াসহ আশপাশের অনেক এলাকা পানিতে তলিয়ে যায়। হঠাৎ সৃষ্ট এ জলাবদ্ধতায় প্রধান সড়কগুলোতে চলাচল ব্যাহত হচ্ছে এবং পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় পাঁচ শতাধিক পরিবার।
রবিবার সকালে বৃষ্টি না থাকলেও নদীর পানি কমেনি। ফলে শহরের বিভিন্ন খাল ও নালায় পানি আটকে থেকে জলাবদ্ধতা আরও বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, অপ্রস্তুত অবস্থায় বন্যার পানি ঘরে ঢুকে পড়ায় তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার রাতে ১১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আকস্মিক বর্ষণের কারণেই নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে।
পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেওয়া হচ্ছে এবং খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দ্রুত পানি কমে যাবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বন্যার খবর পাওয়ামাত্রই আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য পানি, খাবার ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে। যেকোনো দুর্যোগে স্থানীয় প্রশাসন সব সময় জনগণের পাশে থাকবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।