Thursday, November 20, 2025
spot_img
Homeখেলার জগৎভারত চায় ‘দুই দিনের মধ্যে’ এশিয়া কাপ ট্রফি, নাহলে আইসিসিতে বিষয় তোলা...

ভারত চায় ‘দুই দিনের মধ্যে’ এশিয়া কাপ ট্রফি, নাহলে আইসিসিতে বিষয় তোলা হবে

ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আশা করছে, আগামী দুই দিনের মধ্যে এশিয়া কাপের ট্রফি মুম্বাইয়ে তাদের সদর দপ্তরে পৌঁছে দেওয়া হবে। তবে যদি ট্রফি নির্ধারিত সময়ের মধ্যে না পৌঁছায় এবং পূর্বের মতো অচলাবস্থা বজায় থাকে, তাহলে বিসিসিআই বিষয়টি আগামী মঙ্গলবার অনুষ্ঠিত আইসিসির সভায় উত্থাপন করবে।

দুবাইয়ে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে ভারত পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। কিন্তু জয়ের পর ভারতের দল ট্রফি গ্রহণে অস্বীকৃতি জানায়। কারণ, ট্রফিটি এসিসি সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে নেওয়া হয়, যিনি একই সাথে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও। ভারতের পক্ষের অভিযোগ, গত এপ্রিলে পেহেলগামে যে হামলা ঘটে এবং মে মাসে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা সৃষ্টি হয়, তাতে নাকভিরের সহায়তা ছিল।

এর ফলে ভারত ট্রফি গ্রহণ করতে রাজি হয়নি এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রফিটি দেওয়া হয়নি। নাকভির নির্দেশে ট্রফিটি এসিসির সদর দপ্তরে নেওয়া হয়। সর্বশেষ জানা অনুযায়ী, ট্রফিটি এখন আবুধাবির এক অজানা ঠিকানায় রাখা হয়েছে, যা নাকভি ছাড়া আর কেউ জানেন না।

নাকভি শর্ত দিয়েছেন, ট্রফি নিতে হলে ভারতের দলের কাউকে সরাসরি এসিসির অফিসে এসে গ্রহণ করতে হবে। এশিয়া কাপ ফাইনালের দুই দিন পরেও এ বিষয়ে সমাধান হয়নি। এক মাস পেরিয়ে গেলেও বিসিসিআই এখনও ট্রফি পাওয়ার অপেক্ষায় রয়েছে। বিসিসিআইয়ের সচিব একটি ভিডিও আলাপচারিতায় জানিয়েছেন, “এক মাস পেরিয়ে যাওয়ার পরও ট্রফি না দেওয়া নিয়ে আমরা কিছুটা অখুশি। আমরা হাল ছাড়িনি। ১০ দিন আগে এসিসি চেয়ারম্যানকে চিঠি দিয়েছি। কিন্তু তাঁদের অবস্থান এখনও অপরিবর্তিত। আশা করছি, এক–দুই দিনের মধ্যে ট্রফিটি মুম্বাইয়ে আমাদের সদর দপ্তরে পৌঁছাবে।”

বিসিসিআই জানিয়ে দিয়েছে, যদি দ্রুত ট্রফি হস্তান্তর না হয়, তাহলে তারা আগামী মঙ্গলবার আইসিসির ত্রৈমাসিক সভায় বিষয়টি উত্থাপন করবে। সচিব আরও বলেন, “ভারতের জনগণকে আমি নিশ্চিত করছি, ট্রফি ভারতে ফিরবেই—সময় শুধু চূড়ান্ত হয়নি। একদিন না একদিন ট্রফি আমাদের কাছে আসবেই।” তিনি আশা প্রকাশ করেছেন যে মহসিন নাকভিরের শুভবুদ্ধি শেষ পর্যন্ত উদয় হবে। “আমরা পাকিস্তানের বিপক্ষে সব ম্যাচ জিতেছি এবং ট্রফিও জিতেছি। সবকিছুই রেকর্ডে আছে, শুধু ট্রফিটাই এখনো আমাদের হাতে নেই।”

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে বিতর্কও ছিল প্রচুর। গ্রুপ পর্বে পাকিস্তান অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত মেলাননি। ভারতের জয়ের পর ভারতের খেলোয়াড়রা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গেও হাত মেলায়নি। প্রতিবাদে পাকিস্তান দল পুরস্কার বিতরণী ও সংবাদ সম্মেলন বর্জন করে। সুপার ফোর ও ফাইনালেও ভারতের খেলোয়াড়রা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলায়নি। তিন ম্যাচেই পাকিস্তানকে হারিয়েছে ভারত।

আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহ, যিনি আগে বিসিসিআইয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এসিসির সাবেক সভাপতি, এখন বিষয়টি পর্যবেক্ষণ করছেন। এশিয়া কাপ ট্রফি বিতরণ নিয়ে এই উত্তেজনা এবং অচলাবস্থা ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে।

এ ঘটনায় বোঝা যায়, ক্রীড়া ও রাজনীতির সংযোগে কখনও কখনও পুরস্কার বিতরণও জটিল হয়ে ওঠে। ভারতীয় ক্রিকেট বোর্ড ট্রফি ফিরে পাওয়ার জন্য তৎপর এবং আশা করছে, সাম্প্রতিক পরিস্থিতি সমাধান হয়ে ট্রফি শেষ পর্যন্ত ভারতে ফিরে আসবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments