Monday, October 6, 2025
spot_img
Homeবাংলাদেশব্রাহ্মণবাড়িয়ায় সুবর্ণ এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, এক ঘণ্টা বন্ধ রেল যোগাযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় সুবর্ণ এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, এক ঘণ্টা বন্ধ রেল যোগাযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিরতিহীন আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ে। এ কারণে প্রায় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল।

মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটের দিকে শহরের কলেজপাড়া এলাকায় রেলস্টেশনের আউটার অংশে এ ঘটনা ঘটে।

স্টেশনের এক সহকারী মাস্টার জানান, ইঞ্জিন বিকল হয়ে পড়ায় আপলাইনে ঢাকা অভিমুখী ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। পরে ট্রেনের চালক ও সংশ্লিষ্ট কর্মীরা মেরামতের কাজ শুরু করেন।

রেলস্টেশন সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে মেরামতের কাজ শেষ হলে ট্রেনটি আবার সচল হয়। বেলা ১১টা ২০ মিনিটে সুবর্ণ এক্সপ্রেস পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

রেলওয়ের আরেক কর্মকর্তা নিশ্চিত করেছেন, লোকোমাস্টারসহ সংশ্লিষ্ট কর্মীরাই সরাসরি ইঞ্জিনটি মেরামত করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments