Monday, October 6, 2025
spot_img
Homeএডুকেশনবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনে নতুন নির্দেশনা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনে নতুন নির্দেশনা

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

গত সোমবার জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে সকল প্রতিষ্ঠানকে অবশ্যই নিয়মিত কমিটি গঠন করতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত বছরের ১৮ নভেম্বর প্রকাশিত প্রজ্ঞাপনের ভিত্তিতে যেসব প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হয়েছে বা চলছে, তাদেরকে ‘গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪ (সংশোধনীসহ)’ অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে কমিটি গঠন সম্পন্ন করতে হবে।

এছাড়া যেসব প্রতিষ্ঠানে এখনও অ্যাডহক কমিটি গঠিত হয়নি, সেসব ক্ষেত্রে আগামী ১৫ দিনের মধ্যে অ্যাডহক কমিটি গঠন করতে হবে। একইসঙ্গে ৩০ নভেম্বরের মধ্যেই নিয়মিত কমিটি গঠন শেষ করার বাধ্যবাধকতা থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ১ ডিসেম্বর থেকে সব অ্যাডহক কমিটি স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে। নির্ধারিত সময়ের মধ্যে কমিটি গঠন না হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে দায়ী করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments