Thursday, November 20, 2025
spot_img
Homeবিজনেসবৃহৎ এআই জোটে সৌদি-যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠতা

বৃহৎ এআই জোটে সৌদি-যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠতা

সৌদি আরব সাম্প্রতিক সময়ে মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে কয়েকটি নতুন যৌথ উদ্যোগের ঘোষণা দিয়েছে, যেগুলোর আর্থিক পরিমাণ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। দেশটি তাদের অর্থনীতিকে তেলের উপর নির্ভরতা থেকে সরিয়ে উচ্চপ্রযুক্তি খাতে অবস্থান শক্ত করতে চাইছে, আর এ মুহূর্তে দেশের বাস্তবিক নেতা ক্রাউন প্রিন্সের বহু বছর পর যুক্তরাষ্ট্র সফর এই উদ্যোগকে আরও গভীরতা দিয়েছে।

সৌদির সার্বভৌম সম্পদ তহবিলের সহায়তায় পরিচালিত এআই প্রতিষ্ঠান হিউমেইন বুধবার ওয়াশিংটনে আয়োজিত যুক্তরাষ্ট্র-সৌদি বিনিয়োগ ফোরামে মার্কিন প্রযুক্তি খাতের কয়েকটি শীর্ষ প্রতিষ্ঠানের সঙ্গে নতুন অংশীদারিত্বের ঘোষণা দেয়। তালিকায় রয়েছে একটি উদীয়মান এআই কোম্পানি, একটি শীর্ষ নেটওয়ার্কিং প্রতিষ্ঠান, একটি প্রধান চিপ নির্মাতা এবং একটি বৈশ্বিক সেমিকন্ডাক্টর কোম্পানি। এই সহযোগিতাগুলো সৌদির দীর্ঘমেয়াদি প্রযুক্তি রূপান্তর কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে।

একদিকে সৌদি আরব যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় করতে চাইছে, অন্যদিকে অনেক মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান সৌদিকে দেখছে তহবিল, পরিকাঠামো ও কম খরচে শক্তি ব্যবহারের বড় সমাধান হিসেবে। এআই সম্প্রসারণের এই তিনটি শর্ত পূরণে দেশটির ভৌগোলিক ও আর্থিক সক্ষমতা তাদের অধিকতর আকর্ষণীয় করে তুলেছে।

ফোরামের আলোচনায় এক শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তা ঘোষণা করেন, তার এআই প্রতিষ্ঠান হিউমেইনের সঙ্গে যৌথভাবে সৌদিতে বিশাল একটি ডেটা সেন্টার তৈরি করবে। ৫০০ মেগাওয়াট ক্ষমতার ওই কেন্দ্রটি হবে প্রতিষ্ঠানটির যুক্তরাষ্ট্রের বাইরে প্রথম বৃহৎ স্থাপনা, যা তাদের উন্নত চ্যাটবট প্রযুক্তি সৌদিজুড়ে ব্যবহারের পথ খুলে দেবে। উদ্যোক্তার ভাষায়, ভবিষ্যতের বুদ্ধিমত্তা নির্ভর করবে বিশাল কম্পিউট ক্ষমতা এবং অগ্রসর মডেলের সমন্বয়ে।

এই ডেটা সেন্টারে ব্যবহৃত হবে একটি নেতৃস্থানীয় চিপ নির্মাতার উন্নত প্রসেসর, যার প্রতিষ্ঠাতা সেদিন একই প্যানেলে উপস্থিত ছিলেন সৌদি আরবের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রীর সঙ্গে। যদিও অংশীদারিত্বের বিষয়ে অতিরিক্ত তথ্য সেদিন প্রকাশ করা হয়নি, মন্ত্রী জানান, এই যৌথ উদ্যোগ সৌদির উচ্চাভিলাষী এআই কৌশল বাস্তবায়নের বাস্তব উদাহরণ।

বুধবার ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্র হিউমেইনের কাছে উন্নতমানের এআই চিপ প্রথমবারের মতো বিক্রির অনুমোদন দিতে যাচ্ছে। একই অনুষ্ঠানে সৌদি মন্ত্রী আরও জানান, আমাজনের ক্লাউড সেবাদাতা শাখা দেশটিতে ১০০ মেগাওয়াট ক্ষমতার একটি ডেটা সেন্টার স্থাপন করবে, যার লক্ষ্য এক গিগাওয়াট পর্যন্ত সম্প্রসারণ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা রিয়াদে প্রায় দেড় লাখ এআই অ্যাকসেলারেটর স্থাপন ও পরিচালনার পরিকল্পনা করছে।

এআই শিল্প বিস্তারের সঙ্গে সঙ্গে এসব কোম্পানির জন্য দরকার বিপুল জায়গা এবং কম ব্যয়ে শক্তি। যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে একাধিক বড় ডেটা সেন্টার নির্মাণ চলছে, এর মধ্যে রয়েছে মেমফিসে একটি বিশাল কেন্দ্র। তবে এ নিয়ে আশঙ্কা রয়েছে যে, শক্তি উৎপাদনে চীন এগিয়ে গেলে যুক্তরাষ্ট্র প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে। এমন প্রেক্ষাপটে সৌদি আরবের ভূমি ও শক্তি-সুবিধা ভবিষ্যতের পরিকাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এই বিনিয়োগ প্রবাহ ক্রাউন প্রিন্সের যুক্তরাষ্ট্রে ভাবমূর্তি পুনর্গঠনের বড় মাধ্যম হিসেবেও দেখা হচ্ছে, বিশেষ করে একজন প্রভাবশালী সাংবাদিক হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতার অভিযোগের পর। বুধবার ওভাল অফিসে বৈঠকের সময় ক্রাউন প্রিন্স জানান, দেশটি যুক্তরাষ্ট্রে এক ট্রিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগের পরিকল্পনা করেছে, যা কয়েক মাস আগের ঘোষণার তুলনায় অনেক বড়। এই মন্তব্যে তৎকালীন মার্কিন প্রেসিডেন্টও বিস্ময় প্রকাশ করেন এবং পরিকল্পনার প্রশংসা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments