Sunday, October 5, 2025
spot_img
Homeখেলার জগৎবিসিসিআইয়ের নতুন সভাপতি নির্বাচিত হলেন মিঠুন মানহাস

বিসিসিআইয়ের নতুন সভাপতি নির্বাচিত হলেন মিঠুন মানহাস

ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সভাপতি পদে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হলেন সাবেক ক্রিকেটার মিঠুন মানহাস। আজ অনুষ্ঠিত হলো বিসিসিআইয়ের ৯৪তম বার্ষিক সাধারণ সভা। সেখানে একমাত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেলেন। ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী বোর্ডের নেতৃত্ব এখন থেকে তাঁর হাতে।

মিঠুন মানহাস আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামার সুযোগ না পেলেও ভারতের ঘরোয়া ক্রিকেটে ছিলেন একজন পরিচিত মুখ। ৪৫ বছর বয়সী এই ক্রিকেটার দীর্ঘদিন রঞ্জি ট্রফিতে দিল্লি দলের অধিনায়কত্ব করেছেন। মাঠের ক্রিকেট থেকে তিনি বিদায় নেন ২০১৭ সালে। এরপর কোচিং ও কনসালট্যান্ট হিসেবে যুক্ত হন নানা দলে। বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং কনসালট্যান্ট হিসেবে কাজ করার পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বেঙ্গালুরু, পাঞ্জাব ও গুজরাটের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

জম্মুতে জন্ম নেওয়া মানহাসের সভাপতি হওয়া মূলত নিশ্চিত হয়েছিল কয়েক দিন আগেই। গত শনিবার দিল্লিতে অনুষ্ঠিত বিসিসিআইয়ের এক অনানুষ্ঠানিক বৈঠকে তাঁর নাম অনুমোদন পায়। সেখানে সাবেক ও বর্তমান কর্মকর্তাদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

আজকের বোর্ড সভায় আনুষ্ঠানিকভাবে তাঁকে সভাপতি নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এর আগে আগস্ট মাসে রজার বিনি পদত্যাগ করার পর থেকে বিসিসিআই সভাপতির পদ শূন্য ছিল। অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করছিলেন সহ-সভাপতি রাজীব শুক্লা।

নতুন বোর্ড কমিটিতে সহ-সভাপতি হিসেবে আবারও দায়িত্বে থাকছেন রাজীব শুক্লা। বোর্ডসচিবের পদে বহাল থাকছেন দেবজ্যোতি সাইকিয়া। পাশাপাশি কোষাধ্যক্ষের দায়িত্ব নিচ্ছেন ভারতের সাবেক স্পিনার রঘুরাম ভাট। নতুন যুগ্মসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন প্রভতেজ সিং ভাটিয়া।

এছাড়া ভারতের জাতীয় দলের (পুরুষ) নির্বাচক কমিটিতে জায়গা পেয়েছেন দুই সাবেক ক্রিকেটার প্রজ্ঞান ওঝা এবং রুদ্রপ্রতাপ সিং। তাঁরা এস শরত ও সুব্রত ব্যানার্জির জায়গা নিচ্ছেন। তবে নির্বাচক কমিটির প্রধান হিসেবে বহাল থাকছেন অজিত আগারকার। এই নির্বাচক কমিটি দায়িত্বে থাকবে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।

এই নির্বাচনের মাধ্যমে বিসিসিআইয়ের নতুন নেতৃত্ব গঠিত হলো। মিঠুন মানহাসের দায়িত্বগ্রহণের মাধ্যমে ভারতীয় ক্রিকেট প্রশাসনে নতুন এক অধ্যায় শুরু হলো বলে মনে করছেন অনেকেই। তাঁর দীর্ঘ অভিজ্ঞতা এবং কোচিং ব্যাকগ্রাউন্ড বোর্ডের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments