Sunday, December 21, 2025
spot_img
Homeবাংলাদেশবায়ুদূষণে ঢাকাকে ছাড়াল কয়েক শহর

বায়ুদূষণে ঢাকাকে ছাড়াল কয়েক শহর

বায়ুদূষণ এখন আর শুধু রাজধানী ঢাকার মধ্যে সীমাবদ্ধ নেই। দেশের বিভিন্ন বিভাগীয়, জেলা এমনকি উপজেলা পর্যায়ের শহরেও দূষণের মাত্রা উদ্বেগজনক হারে বাড়ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, কোনো কোনো দিনে রাজধানীর চেয়েও দেশের অন্যান্য শহরের বায়ুর মান বেশি দূষিত হয়ে উঠছে। আজ বৃহস্পতিবারও তার ব্যতিক্রম হয়নি। দেশের অন্তত চারটি স্থানে আজ ঢাকার তুলনায় বায়ুদূষণের মাত্রা বেশি রেকর্ড করা হয়েছে। এসব স্থানের মধ্যে রয়েছে বিভাগীয় শহর, ঢাকার আশপাশের এলাকা এবং রাজধানী থেকে অনেক দূরের উত্তরাঞ্চলের জনপদ।

বিশ্বব্যাপী বায়ুদূষণের চিত্র তুলে ধরা সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার সকালে বিশ্বের ১২৭টি নগরীর মধ্যে সবচেয়ে দূষিত শহর ছিল মিসরের কায়রো। একই সময়ে রাজধানী ঢাকা অবস্থান করছিল তালিকার ১১তম স্থানে। সকাল ১০টার দিকে ঢাকার বায়ুর মান সূচক ছিল ১৬১, যা বায়ুমানের শ্রেণিবিন্যাস অনুযায়ী ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

আইকিউএয়ার নিয়মিতভাবে বিশ্বের বিভিন্ন শহরের বাতাসের মান পর্যবেক্ষণ করে থাকে। তাদের লাইভ সূচকের মাধ্যমে একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা পরিষ্কার বা দূষিত, সে সম্পর্কে তাৎক্ষণিক তথ্য পাওয়া যায়। এই সূচক মানুষের জন্য সতর্কবার্তা হিসেবেও কাজ করে। বায়ুর মান সূচক ২০০ ছাড়িয়ে গেলে সেটিকে খুব অস্বাস্থ্যকর ধরা হয়। আর সূচক ৩০০-এর ওপরে গেলে তা দুর্যোগপূর্ণ পর্যায়ে পৌঁছে যায়। চলতি ডিসেম্বর মাসের শুরু থেকেই ঢাকার বায়ুর মান প্রায় প্রতিদিনই খুব অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

আজ সকালে রাজধানীর চেয়েও বেশি দূষণের শিকার হয়েছে দেশের কয়েকটি এলাকা। উপকূলীয় বিভাগীয় শহর খুলনায় বায়ুর মান সূচক রেকর্ড করা হয়েছে ২২৪, যা খুব অস্বাস্থ্যকর পর্যায়ে পড়ে। ঢাকার পাশের জেলা গাজীপুরে সূচক ছিল ২১৫। একইভাবে রাজধানীর সন্নিকটবর্তী সাভারে বায়ুর মান দাঁড়িয়েছে ১৭৮। শুধু ঢাকার আশপাশেই নয়, উত্তরাঞ্চলের জেলা শহর রাজশাহীতেও আজ বায়ুর মান ছিল ১৭৬, যা ঢাকার তুলনায় বেশি।

রাজধানীর অভ্যন্তরেও দূষণের চিত্র ভয়াবহ। আজ সকালে ঢাকার অন্তত দুটি এলাকায় বায়ুর মান খুব অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। দক্ষিণ পল্লবীতে বায়ুর মান সূচক ছিল ২২৭ এবং কল্যাণপুর এলাকায় তা রেকর্ড করা হয় ২০৮। এসব তথ্য নগরবাসীর জন্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

চলতি মাসের মাঝামাঝি সময় থেকে ধারাবাহিকভাবে ঢাকা বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষের দিকেই অবস্থান করছে। প্রায় প্রতিদিনই রাজধানীর বায়ুমান খুব অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত হচ্ছে। একই সঙ্গে দেশের অন্যান্য শহরেও দূষণের বিস্তার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

দেশে বায়ুদূষণ মোকাবিলায় বিভিন্ন সময়ে নানা প্রকল্প ও উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। পরিবেশ রক্ষায় পরিকল্পনা, সভা ও আলোচনা চললেও বাস্তবে দূষণের চিত্র দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। সমস্যা শুধু রাজধানীকেন্দ্রিক নয়, বরং সারাদেশজুড়েই বায়ুদূষণ ছড়িয়ে পড়ছে। আজকের চিত্র সেই বাস্তবতাকেই স্পষ্টভাবে তুলে ধরেছে, যেখানে ঢাকাকে ছাড়িয়ে গেছে একাধিক শহরের দূষণের মাত্রা।

বর্তমান পরিস্থিতিতে নগরবাসীর জন্য সতর্কতা অত্যন্ত জরুরি। আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করা উচিত। খোলা জায়গায় ব্যায়াম বা দৌড়ঝাঁপ এড়িয়ে চলার কথা বলা হয়েছে। পাশাপাশি ঘরের জানালা যতটা সম্ভব বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে দূষিত বাতাস ঘরের ভেতরে প্রবেশ না করতে পারে। বায়ুদূষণের এই অবস্থা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি হিসেবে দেখা দিচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments