বস্টন থেকে জুরিখের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান টেকঅফের সময় হঠাৎ থমকে যায়। বিমানের একটি ইঞ্জিনে হঠাৎ করে আগুনের শিখা বের হওয়ায় এবং এক দমকা শব্দ শোনার পর পাইলট বিমানটি অবিলম্বে রানওয়ে থামান।
ভিডিও ফুটেজে দেখা যায়, এয়ারবাস A330-300 বিমানের নং ২ ইঞ্জিন থেকে ধোঁয়া বের হয়ে অল্প সময়ের জন্য আগুনের শিখা ছুটে আসে। এ সময় বিমানটি রানওয়ের উপরেই থাকাকালীন যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। স্থানীয় জরুরি সেবা ব্যবস্থা দ্রুত প্রতিক্রিয়া দেখায় এবং বিমানটি সম্পূর্ণভাবে থেমে যায়।
এক যাত্রী জানান, “আমরা রানওয়ের অর্ধেক পথ পেরিয়েছিলাম যখন হঠাৎ একটি দমকা শব্দ এবং জোরালো ধাক্কার অনুভূতি হলো। বিমানটি তখন ব্রেক করে ধীরে ধীরে থামতে শুরু করে।”
কোনো আঘাতের খবর পাওয়া যায়নি। বিমানটি পরে নিরাপদে রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি “শক্তিশালী শব্দ” সম্পর্কিত রিপোর্টের জন্য আবার লগান এয়ারপোর্টে ফিরেছে।
FAA-এর রেকর্ড অনুযায়ী এই ঘটনা একটি ক্ষণস্থায়ী গ্রাউন্ড স্টপের কারণ হয়ে দাঁড়ায়। FlightAware ওয়েবসাইট অনুযায়ী, মঙ্গলবার রাত ১১টার আগে বিমানটি পুনরায় বস্টন থেকে জুরিখের উদ্দেশ্যে উড়ান শুরু করে। তবে পরিষ্কার নয় যে, একই বিমান ব্যবহার করা হয়েছে কিনা, নাকি অন্য কোনো বিমান পাঠানো হয়েছে।