Wednesday, December 31, 2025
spot_img
Homeখেলার জগৎবর্ষসেরা একাদশে লাতিন শক্তির অনুপস্থিতি

বর্ষসেরা একাদশে লাতিন শক্তির অনুপস্থিতি

ফুটবল বিশ্বে এক ধরনের অলিখিত রীতি গড়ে উঠেছিল। বছরের সেরা একাদশ প্রকাশ মানেই সেখানে আর্জেন্টিনার অন্তত একজন তারকা ফুটবলারের নাম থাকবে, এমন ধারণা বহুদিন ধরেই প্রচলিত ছিল। গত আট বছর ধরে এই তালিকা দেখে আর্জেন্টাইন সমর্থকেরাও প্রায় নিশ্চিত ধরে নিয়েছিলেন যে তাদের দেশের প্রতিনিধিত্ব থাকবে। কিন্তু সেই ধারাবাহিকতায় এবার বড় ধরনের ছেদ পড়েছে। আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান সংরক্ষণকারী সংস্থা আইএফএফএইচএসের ২০২৫ সালের বর্ষসেরা একাদশে জায়গা হয়নি একজন আর্জেন্টাইন ফুটবলারেরও।

এই অনুপস্থিতি হঠাৎ করে আসেনি বলেই মনে করছেন অনেক বিশ্লেষক। এর আগে ফিফার বর্ষসেরা ‘বেস্ট অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে ঘোষিত ছেলেদের সেরা একাদশেও কোনো আর্জেন্টাইন খেলোয়াড় জায়গা পাননি। একইভাবে চলতি বছরের ব্যালন ডি’অর পুরস্কার বিতরণীতেও আর্জেন্টিনার কোনো ফুটবলার ব্যক্তিগত স্বীকৃতি অর্জন করতে ব্যর্থ হন। এসব ঘটনার পর আইএফএফএইচএসের তালিকায় আর্জেন্টিনার শূন্য উপস্থিতি কিছুটা হলেও অনুমেয় ছিল।

পরশু আইএফএফএইচএস যখন চলতি বছরের সেরা একাদশ প্রকাশ করে, তখন নিজ দেশের কোনো খেলোয়াড়কে তালিকায় না দেখে আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে হতাশা ছড়িয়ে পড়ে। দেশটির একটি প্রভাবশালী ক্রীড়া সংবাদমাধ্যম শিরোনামেই ক্ষোভ প্রকাশ করে জানায়, বিশ্ব ফুটবল যেন আর্জেন্টিনাকে ভুলেই গেছে।

এবারের একাদশে সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব পেয়েছে ফরাসি ক্লাব পিএসজি। মোট ১১ জনের মধ্যে ছয়জন কোনো না কোনোভাবে এই ক্লাবের সঙ্গে যুক্ত। এর মধ্যে ইতালিয়ান গোলকিপারকে দুই ক্লাবের হিসাবেই ধরা যায়, কারণ তিনি মৌসুমের শুরুতে ফরাসি ক্লাব ছাড়লেও পরে ইংলিশ প্রিমিয়ার লিগের এক ক্লাবে যোগ দেন। পিএসজির হয়ে ২০২৪-২৫ মৌসুমে ট্রেবল জয়ের অংশ হওয়া বাকি খেলোয়াড়দের মধ্যে তিনজন রক্ষণভাগে জায়গা পেয়েছেন। একজন মরক্কোর ডানপ্রান্তের ডিফেন্ডার, একজন ইকুয়েডরের সেন্টার ব্যাক এবং একজন পর্তুগিজ বামপ্রান্তের রক্ষণভাগের খেলোয়াড়।

৩-৩-৪ ছকের এই একাদশে মাঝমাঠে জায়গা পেয়েছেন স্পেনের একটি ঐতিহ্যবাহী ক্লাবের দুই তরুণ তারকা এবং পিএসজির এক পর্তুগিজ মিডফিল্ডার। আক্রমণভাগে চারজনের মধ্যে রয়েছেন স্পেনের রাজধানীর একটি বড় ক্লাবের ফরাসি ফরোয়ার্ড, ইংল্যান্ডের শীর্ষ ক্লাবের নরওয়েজিয়ান স্ট্রাইকার, জার্মানির বিখ্যাত ক্লাবের ইংলিশ গোলস্কোরার এবং পিএসজির ফরাসি উইঙ্গার।

গোলকিপারকে ইংলিশ ক্লাবের সদস্য হিসেবে ধরলে দেখা যায়, ওই দেশ থেকে দুইজন খেলোয়াড় একাদশে জায়গা পেয়েছেন। স্পেনের ক্লাব থেকেও আছেন দুজন। স্পেনের রাজধানীর ক্লাব এবং জার্মানির ক্লাব থেকে একজন করে খেলোয়াড় তালিকায় স্থান পেয়েছেন।

এখানেই শেষ নয়। শুধু আর্জেন্টিনাই নয়, ফুটবলের আরেক পরাশক্তি ব্রাজিল থেকেও এবারের বর্ষসেরা একাদশে কেউ জায়গা পাননি। দেশভিত্তিক হিসাবে এবার জায়গা পাওয়া দেশগুলোর তালিকায় রয়েছে ইতালি, মরক্কো, ইকুয়েডর, পর্তুগাল, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও নরওয়ে। এর মধ্যে ফ্রান্স, স্পেন ও পর্তুগাল থেকে দুজন করে খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

পেছনের দিকে তাকালে দেখা যায়, ২০২৩ ও ২০২৪ সালে ব্রাজিলের একজন করে খেলোয়াড় এই তালিকায় ছিলেন। তবে ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা তিন বছর কোনো ব্রাজিলিয়ান ফুটবলার জায়গা পাননি। এর আগে ২০১৭ সালে তিনজন এবং ২০১৮ ও ২০১৯ সালে একজন করে ব্রাজিলের খেলোয়াড় বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছিলেন।

আইএফএফএইচএস ২০১৭ সাল থেকে নিয়মিতভাবে বছরের সেরা একাদশ প্রকাশ করে আসছে। প্রথম আট বছরে প্রতিবারই আর্জেন্টিনার উপস্থিতি ছিল। ২০১৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত একজন কিংবদন্তি ফরোয়ার্ড একাই দেশের প্রতিনিধিত্ব করেছেন। গত বছর তিনি না থাকলেও গোলকিপার পজিশনে ছিল আর্জেন্টিনার উপস্থিতি। কিন্তু এবার সেই ধারাবাহিকতাও ভেঙে গেছে।

ব্রাজিল ও আর্জেন্টিনাকে বাদ দিলে পুরো দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে এবারের একাদশে জায়গা পেয়েছেন মাত্র একজন খেলোয়াড়, যিনি ইকুয়েডরের রক্ষণভাগের সদস্য। আফ্রিকা মহাদেশ থেকেও রয়েছেন শুধু একজন, মরক্কোর ডিফেন্ডার। বাকি নয়জনই ইউরোপের বিভিন্ন দেশের প্রতিনিধি, যা বর্তমান সময়ে ইউরোপীয় ফুটবলের প্রভাব ও আধিপত্যকে আরও স্পষ্ট করে তুলেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments