ফ্লোরিডার অরল্যান্ডোতে অবস্থিত ইউনিভার্সালের নতুন থিম পার্ক এপিক ইউনিভার্সে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। বুধবার সেখানে স্টারডাস্ট রেসার্স নামের রোলার কোস্টার রাইডে উঠার পর এক অতিথি অসুস্থ হয়ে পড়েন এবং পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
পার্ক কর্তৃপক্ষ জানায়, ওই যাত্রীর পরিচয় প্রকাশ করা হয়নি। শেরিফের দপ্তরের তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তি ছিলেন ত্রিশোর্ধ্ব এক পুরুষ। অফ-ডিউটি ডেপুটিরা প্রথমে তাঁকে রাইড থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
ঘটনার পর থেকে স্টারডাস্ট রেসার্স রাইডটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পার্ক কর্তৃপক্ষ শেরিফ দপ্তরের তদন্তে সহযোগিতা করছে বলে নিশ্চিত করেছে। এ বিষয়ে এনবিসি ইউনিভার্সালের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইউনিভার্সাল কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করে জানায়, “এটি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আমরা নিহত অতিথির পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।”
উল্লেখ্য, এ বছরের মে মাসে চালু হওয়া এপিক ইউনিভার্সে রয়েছে নিন্টেন্ডো ওয়ার্ল্ডসহ হ্যারি পটার সিরিজের মিনিস্ট্রি অফ ম্যাজিকের মতো জনপ্রিয় আকর্ষণীয় সব অভিজ্ঞতা।