Thursday, November 20, 2025
spot_img
Homeপ্রযুক্তি জগৎফেসবুকের পুরোনো স্মৃতি বন্ধ বা নিয়ন্ত্রণ করবেন যেভাবে

ফেসবুকের পুরোনো স্মৃতি বন্ধ বা নিয়ন্ত্রণ করবেন যেভাবে

ফেসবুকের অন্যতম জনপ্রিয় ফিচার ‘মেমোরিজ’ ব্যবহারকারীদের অতীতের মুহূর্তগুলো স্মরণ করিয়ে দেয়। পুরোনো ছবি, ভিডিও বা পোস্ট হঠাৎ দেখা গেলে অনেকের কাছে তা আনন্দের বিষয় হলেও, সবার জন্য সেই অভিজ্ঞতা সুখকর নয়। কোনো কোনো সময় এই স্মৃতিগুলো অপ্রিয় বা কষ্টদায়ক মুহূর্ত ফিরিয়ে আনতে পারে। তবে চাইলে খুব সহজেই এই মেমোরিজ ফিচারটি নিয়ন্ত্রণ করা বা সম্পূর্ণ বন্ধ করা সম্ভব।

ফেসবুকের মেমোরিজ নিয়ন্ত্রণ বা বন্ধ করতে হলে প্রথমেই ফেসবুক অ্যাপ খুলে অ্যান্ড্রয়েড ফোনের উপরের ডান পাশে থাকা মেনু বোতামে ক্লিক করতে হবে। এরপর তালিকা থেকে ‘মেমোরিজ’ (Memories) অপশনটি নির্বাচন করতে হবে।

এরপর পর্দার উপরের ডান পাশে দেখা যাবে গিয়ার আইকন বা সেটিংস বোতাম। সেখানে ক্লিক করলে ‘মেমোরিজ সেটিংস’ (Memories Settings) অপশন খুলে যাবে। এখানে গেলে পাওয়া যাবে ‘নোটিফিকেশনস’ (Notifications) ট্যাব। এই অংশে গিয়ে ‘What memories do you want to be notified about’ অপশন নির্বাচন করতে হবে।

এখানে থাকবে তিনটি অপশন—

  1. All Memories: প্রতিদিনের সব পুরোনো পোস্ট, ছবি ও ভিডিও দেখা যাবে।

  2. Highlights: শুধুমাত্র নির্বাচিত বা বিশেষ স্মৃতিগুলো প্রদর্শিত হবে।

  3. None: ফেসবুক কোনো মেমোরিজ নোটিফিকেশন পাঠাবে না।

অর্থাৎ, যদি আপনি চান পুরোনো কোনো স্মৃতি একেবারেই না দেখানো হয়, তাহলে ‘None’ নির্বাচন করলেই ফেসবুক আর কোনো মেমোরিজ দেখাবে না বা নোটিফিকেশন পাঠাবে না।

শুধু তা-ই নয়, আপনি চাইলে নির্দিষ্ট কিছু ব্যক্তির সঙ্গে সম্পর্কিত সব স্মৃতিও লুকিয়ে রাখতে পারেন। এর জন্য ‘Memories Settings’ থেকে ‘People’ অপশনে গিয়ে যাঁর সঙ্গে সম্পর্কিত স্মৃতি দেখতে চান না, তাঁর নাম লিখে দিতে হবে। ফলে সেই ব্যক্তির সঙ্গে জড়িত কোনো পোস্ট বা ছবি আর মেমোরিজে দেখানো হবে না।

একইভাবে, যদি কোনো নির্দিষ্ট সময়ের স্মৃতি দেখতে না চান, তাহলে ‘Dates’ অপশন নির্বাচন করে সেই সময়সীমা নির্ধারণ করতে পারেন। চাইলে একদিন, এক সপ্তাহ, এক মাস, এমনকি পুরো এক বছরের স্মৃতি পর্যন্ত লুকিয়ে রাখা সম্ভব।

এইভাবে ফেসবুক ব্যবহারকারীরা নিজেদের মানসিক স্বস্তি বজায় রেখে অতীতের অপ্রিয় মুহূর্তগুলো এড়িয়ে যেতে পারেন। অনেকে মেমোরিজ ফিচারটিকে ভালোবাসেন কারণ এটি পুরোনো সময়কে আবারও মনে করিয়ে দেয়, কিন্তু কারও জন্য এটি হয়ে উঠতে পারে অপ্রত্যাশিত কষ্টের কারণ। তাই প্রয়োজন অনুযায়ী সেটিংস পরিবর্তন করে মেমোরিজ ফিচারটি নিয়ন্ত্রণ করাই সবচেয়ে কার্যকর সমাধান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments