যুক্তরাষ্ট্রে ফেন্টানাইল উৎপাদনে ব্যবহৃত কেমিক্যাল পাচারের দায়ে এক চীনা কোম্পানির নির্বাহীকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মার্কিন বিচার বিভাগের পক্ষ থেকে জানানো হয়, উহানভিত্তিক আমারভেল বায়োটেক কোম্পানির প্রধান নির্বাহী এবং মার্কেটিং ম্যানেজারকে এ মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে।
৩৭ বছর বয়সী নির্বাহী এবং ৩৩ বছর বয়সী ম্যানেজার নিউইয়র্ক আদালতে এ বছরের ফেব্রুয়ারিতে ফেন্টানাইল পূর্বধাপীয় কেমিক্যাল আমদানি ও অর্থপাচারের অভিযোগে দোষী প্রমাণিত হন। এর মধ্যে নির্বাহীকে শুক্রবার ২৫ বছরের কারাদণ্ড এবং ম্যানেজারকে গত ২২ আগস্ট ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
মার্কিন মাদকবিরোধী সংস্থা ডিইএ-এর প্রধান জানান, এই কর্মকর্তারা তাদের কোম্পানিকে “বিষের পাইপলাইন”-এ পরিণত করেছিলেন। তারা শত শত কেজি ফেন্টানাইল-সম্পর্কিত কেমিক্যাল সাধারণ পণ্যের ছদ্মবেশে যুক্তরাষ্ট্রে পাঠিয়ে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেন।
২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ আটজন চীনা নাগরিক ও চারটি চীনা কোম্পানিকে এ মামলায় অভিযুক্ত করে। এটিই ছিল প্রথমবার, যখন যুক্তরাষ্ট্র সরাসরি নিজ দেশে ফেন্টানাইল কেমিক্যাল পাচারের অভিযোগে চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে মামলা করে।
ফেন্টানাইল একটি কৃত্রিম ওপিওয়েড, যা হেরোইনের তুলনায় ৫০ গুণ বেশি শক্তিশালী এবং তুলনামূলক সস্তায় উৎপাদনযোগ্য। বর্তমানে যুক্তরাষ্ট্রে হেরোইন ও প্রেসক্রিপশন ওপিওয়েডের জায়গা দখল করেছে এ মাদক, যা প্রাণঘাতী ওভারডোজের প্রধান কারণ হয়ে উঠেছে।
তবে এ মামলায় অভিযুক্ত করার ঘটনায় বেইজিং তীব্র প্রতিবাদ জানায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, এই প্রক্রিয়া অবৈধ এবং এটি চীনা নাগরিক ও কোম্পানির মৌলিক মানবাধিকারের পরিপন্থী।
যদিও মেক্সিকোকে এতদিন যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া ফেন্টানাইলের প্রধান উৎস হিসেবে চিহ্নিত করা হতো, এখন ওয়াশিংটন ক্রমেই চীনভিত্তিক সরবরাহকারীদের দিকে নজর দিচ্ছে।