Monday, October 6, 2025
spot_img
Homeবাংলাদেশফেনীতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের করুণ মৃত্যু

ফেনীতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের করুণ মৃত্যু

ফেনীর ফুলগাজীতে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আহত এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাতটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এর আগে শুক্রবার রাত আটটার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজীর উত্তর আনন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রের বয়স ১৮ বছর। তিনি ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি কলেজের উচ্চমাধ্যমিকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মোটরসাইকেলে করে ফেনী থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন ওই ছাত্র। পথে উত্তর আনন্দপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেন। পরে অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত অটোরিকশার চালককে চিহ্নিত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments