পেনসিলভানিয়ার ইয়র্ক কাউন্টিতে বুধবার বিকেলে এক বন্দুকধারীর গুলিতে তিনজন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা নিহত হয়েছেন এবং আরও দুজন গুরুতরভাবে আহত হয়েছেন। রাজ্য পুলিশের কমিশনার জানিয়েছেন, কর্মকর্তারা একটি ওয়ারেন্ট কার্যকর করতে গেলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কডোরাস টাউনশিপ এলাকায় মঙ্গলবার শুরু হওয়া এক গার্হস্থ্য তদন্তের সূত্র ধরে কর্মকর্তারা অবস্থান করছিলেন। ঠিক সেই সময়েই তারা সশস্ত্র হামলার শিকার হন। ঘটনাস্থলে অভিযুক্ত বন্দুকধারীকে পুলিশ গুলি করে হত্যা করে, তবে তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
আহত দুই কর্মকর্তা ইয়র্কের ওয়েলস্প্যান হাসপাতালে ভর্তি আছেন। তাদের অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল বলে জানানো হয়েছে।
প্রথম জরুরি কল আসে নর্থ কডোরাস টাউনশিপ থেকে দুপুর ২টা ১০ মিনিটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা টানা প্রায় ৩০ রাউন্ড গুলির শব্দ শুনেছেন। অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন এবং গুলির শব্দের সাথে মাটিতে কর্মকর্তাদের পড়ে যেতে দেখেন।
পেনসিলভানিয়ার গভর্নর একে “ইয়র্ক কাউন্টি ও পুরো রাজ্যের জন্য এক মর্মান্তিক দিন” বলে উল্লেখ করেন। তিনি নিহত কর্মকর্তাদের পরিবারকে সমবেদনা জানান এবং বলেন, “যারা আমাদের নিরাপত্তার জন্য জীবন উৎসর্গ করেন, তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ।”
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনাস্থল এখনো তদন্তাধীন, তবে স্থানীয় বাসিন্দাদের কোনো অতিরিক্ত ঝুঁকি নেই। যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থাগুলোও এই তদন্তে সহায়তা করছে। নিহত কর্মকর্তাদের স্মরণে রাজ্যজুড়ে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে প্রায় সাত মাস আগে ইয়র্ক কাউন্টিতেই আরেকজন কর্মকর্তা সশস্ত্র হামলায় নিহত হয়েছিলেন। ধারাবাহিক এ ধরনের ঘটনা স্থানীয় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।