এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ (আইসিসি) মধ্যে নতুন এক দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। পিসিবি দাবি করেছে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সঙ্গে সম্পর্কিত কিছু ঘটনার কারণে ভারতীয় দলের সঙ্গে তাদের খেলোয়াড়দের হাত মেলানো হয়নি। তবে আইসিসি পিসিবির এই আচরণকে অশোভন বলে উল্লেখ করে এবং একাধিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ তোলার পর ই-মেইলের মাধ্যমে বোর্ডকে সতর্ক করেছে।
দুবাইয়ে ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত ম্যাচের শুরু ও শেষে পাকিস্তান দলের খেলোয়াড়রা ভারতীয় দলের সাথে কোনো হ্যান্ডশেক করেননি। পিসিবি আইসিসির কাছে অভিযোগ জানায়, ম্যাচ রেফারি পাইক্রফটকে অপসারণ করা উচিত। আইসিসি এই দাবিকে গ্রহণ না করায়, পরবর্তীতে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে পিসিবি বয়কটের হুমকি দিয়েছিল। এমনকি ম্যাচ শুরুর সময়ও এক ঘণ্টা স্থগিত করা হয়েছিল।
আইসিসি এবং পিসিবির একমতিতে ম্যাচ-সংক্রান্ত বিষয় সমাধান করতে টসের আগে অধিনায়ক ও ম্যানেজারের সঙ্গে একটি বৈঠক আয়োজন করা হয়। পিসিবি এই বৈঠকে তাদের মিডিয়া ম্যানেজারকে সঙ্গে আনতে চেয়েছিল, কিন্তু আইসিসি স্থানীয় নিয়ম অনুযায়ী তা অনুমোদন দেয়নি। শেষ পর্যন্ত বৈঠকের ভিডিও ধারণ করা হয়, যা পিএমওএ নিয়মের লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়েছে।
পিসিবি পরে ভিডিওটি প্রকাশ করে এবং ক্যাপশনে উল্লেখ করে যে পাইক্রফট পাকিস্তানের অধিনায়ক ও ম্যানেজারের কাছে ক্ষমা চেয়েছেন। আইসিসি এই বক্তব্যের ব্যাখ্যায় জানায়, রেফারি কেবল একটি ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করেছিলেন, কোনো প্রকার ক্ষমা চাওয়ার ঘটনা ঘটেনি।
এই ঘটনার পর ক্রিকেট অঙ্গনে ভারত-পাকিস্তান ম্যাচে নীতি, নিয়ম ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।