বিএনপির এক শীর্ষ নেতা জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার পরই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন।
শুক্রবার সন্ধ্যায় ফেনী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক বৃত্তি প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় সংগঠন ‘আলোকিত ফেনী’।
দলের ভাইস চেয়ারম্যান পদধারী ওই ব্যবসায়ী নেতা বলেন, দেশে এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। গণপিটুনিতে মানুষের মৃত্যু ঘটছে, নিরাপত্তাহীনতা বিরাজ করছে। তবে নির্বাচনের সময়সূচি ঘোষণার পর তারেক রহমান দেশে আসবেন।
নির্বাচন নিয়ে শঙ্কা প্রসঙ্গে তিনি আরও বলেন, গণতান্ত্রিক সরকার না থাকলে এবং সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন থাকলে সবকিছু নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়। সংবিধানে অন্তর্বর্তী সরকারের ব্যবস্থা না থাকলেও বর্তমান সরকার শপথ নিয়েছে—এটি মেনে নেওয়া হলেও বৈধতা নিয়ে প্রশ্ন থাকায় শঙ্কা থেকেই যায়।
ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে এই ব্যবসায়ী নেতা জানান, বিশ্ববিদ্যালয়ের ভোটের সঙ্গে জাতীয় নির্বাচনের ফলাফলের কোনো সম্পর্ক নেই। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে যে–ই জয়ী হবে, সে–ই সরকার গঠন করবে।
অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ছোটবেলা থেকেই জীবনের লক্ষ্য স্থির করতে হবে। ছেলে-মেয়েদের সঙ্গে বাবা-মায়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। সমাজে বিশেষ করে শিক্ষা ও পরিবেশ খাতে বৈষম্য বাড়ছে, এগুলো দূর করতে পারলেই মেধার বিকাশ ঘটানো সম্ভব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক শিক্ষাবিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, স্থানীয় সরকার বিভাগের এক কর্মকর্তা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির নেতৃবৃন্দ। পরে অতিথিরা স্কুল ও মাদ্রাসার পাঁচ শতাধিক শিক্ষার্থীর হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন।