Sunday, October 5, 2025
spot_img
Homeঅন্যান্যনিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে বড় লিডে মামদানি, একক প্রতিদ্বন্দ্বিতায় এগোচ্ছে কুয়োমো

নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে বড় লিডে মামদানি, একক প্রতিদ্বন্দ্বিতায় এগোচ্ছে কুয়োমো

নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে সর্বশেষ জরিপে ডেমোক্র্যাট প্রার্থী মামদানি বড় ধরনের ব্যবধান তৈরি করেছেন। মঙ্গলবার প্রকাশিত মারিস্ট জরিপে দেখা যায়, চার প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় মামদানি পেয়েছেন ৪৫% সমর্থন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুয়োমো পেয়েছেন ২৪% ভোটারের সমর্থন। রিপাবলিকান প্রার্থী স্লিওয়া ১৭% এবং মেয়র অ্যাডামস পেয়েছেন ৯% সমর্থন। এখনো ৫% ভোটার সিদ্ধান্তহীন।

জরিপ অনুযায়ী, ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে মামদানির জনপ্রিয়তা স্পষ্ট। ডেমোক্র্যাটদের ৫৮% জানিয়েছেন তারা মামদানিকেই ভোট দেবেন। অপরদিকে, কুয়োমো পেয়েছেন মাত্র ২৩%। তরুণ ও প্রগতিশীল ভোটারদের মধ্যে মামদানি সবচেয়ে বেশি জনপ্রিয়।

অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী স্লিওয়া নিজের দলের অর্ধেকের বেশি ভোট পেয়েছেন। তবে সবচেয়ে বড় চমক এসেছে অনিবন্ধিত ভোটারদের মধ্যে, যেখানে স্লিওয়া পেয়েছেন ৩১% সমর্থন। কুয়োমো ৩০%, মামদানি ২০% এবং বাকিরা অনিশ্চিত।

জরিপে আরও বলা হয়েছে, যদি অ্যাডামস প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান, মামদানির অবস্থান অপরিবর্তিত থাকবে, তবে কুয়োমোর সমর্থন বেড়ে ৩০%-এ পৌঁছাবে। দুই প্রার্থীর মধ্যে লড়াই হলে মামদানি পাবেন ৪৯% এবং কুয়োমো ৩৯% ভোট।

তবে কুয়োমোর জন্য একটি বড় সমস্যা হলো তার উচ্চ নেতিবাচক ভাবমূর্তি। জরিপে ৫৯% উত্তরদাতা কুয়োমোকে অপছন্দ করেছেন। বিপরীতে মামদানির নেতিবাচক রেটিং ৪০%। জরিপে আরও দেখা গেছে, মামদানি একমাত্র প্রার্থী যিনি নিউইয়র্কবাসীর সংখ্যাগরিষ্ঠের কাছে ইতিবাচক ভাবমূর্তিতে আছেন।

এবারের নির্বাচনী ব্যালটে মোট সাতজন প্রার্থীর নাম থাকছে। এর মধ্যে ওয়ালডেন নামের এক প্রার্থী ইতোমধ্যে প্রার্থীতা প্রত্যাহারের চেষ্টা করলেও তার নাম ব্যালট থেকে সরানো হয়নি। আগামী মঙ্গলবার ব্যালট ছাপানো শুরু হবে।

গত সপ্তাহে আরও কয়েকটি জরিপে একই প্রবণতা দেখা গেছে, যেখানে মামদানি কুয়োমোর চেয়ে এগিয়ে রয়েছেন। মারিস্ট জরিপটি ৮ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত হয়, যেখানে অংশ নেন ১,৪৭০ জন প্রাপ্তবয়স্ক ভোটার। এর ত্রুটির সীমা প্লাস-মাইনাস ৩.২ শতাংশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments