Monday, October 6, 2025
spot_img
Homeকমিউনিটি সংবাদনিউইয়র্ক কনস্যুলেটে অনাকাঙ্ক্ষিত ঘটনা, ব্যবস্থা নিতে মার্কিন কর্তৃপক্ষকে চিঠি

নিউইয়র্ক কনস্যুলেটে অনাকাঙ্ক্ষিত ঘটনা, ব্যবস্থা নিতে মার্কিন কর্তৃপক্ষকে চিঠি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষে রোববার (২৪ আগস্ট) নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম

অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তার স্বার্থে কনস্যুলেটের অনুরোধে নিউইয়র্ক সিটি পুলিশ আগেই পর্যাপ্ত পুলিশ মোতায়েন করেছিল।

বিক্ষোভকারীদের বাধা

কনস্যুলেটের বাইরে বিকেল থেকে অবস্থান নেয় মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতা-কর্মী। তারা সরকারবিরোধী স্লোগান দেন, অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং আগত অতিথিদের বাধা দেওয়ার চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা অতিথিদের উদ্দেশে ডিম নিক্ষেপ করেন এবং ভবনের আরেক অফিসের কাঁচের দরজায় আঘাত করলে তাতে ফাটল ধরে।

পুলিশের হস্তক্ষেপ

পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে এবং কয়েকজনকে আটক করে। ঘটনার ছবি ও ভিডিও প্রমাণ হিসেবে পুলিশের হাতে গেছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় পুলিশ।

কনস্যুলেটের ব্যাখ্যা

বাংলাদেশ কনস্যুলেট জানিয়েছে, প্রধান অতিথি যথাসময়ে নির্বিঘ্নে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন, মতবিনিময় ও নৈশভোজে অংশ নেন এবং নিরাপদে ফিরে যান। তার সঙ্গে বিক্ষোভকারীদের কোনো ধরনের যোগাযোগ বা সংঘর্ষ ঘটেনি।

এছাড়া কনস্যুলেট থেকে স্থানীয় পুলিশ, নিউইয়র্ক সিটির মেয়র এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের স্থানীয় অফিসে লিখিতভাবে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

অপপ্রচারের অভিযোগ

কনস্যুলেটের দাবি, বিক্ষোভকারীরা তাদের উদ্দেশ্যে ব্যর্থ হয়ে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে। এসব প্রোপাগান্ডায় বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে মিশন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments