নিউইয়র্কে প্রবাসী সিলেটবাসীদের সংগঠন “সিলেট দক্ষিণ সুরমা সমিতি ইউএসএ ইনক”-এর নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৬–২০২৭) গঠন করা হয়েছে। সম্প্রতি নিউইয়র্কের ব্রঙ্কস এলাকার নীরব রেস্টুরেন্টে আয়োজিত এক সভায় সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্যদের উপস্থিতিতে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
সভাটির সভাপতিত্ব করেন সংগঠনের বর্তমান সভাপতি রিয়াজুদ্দিন আহমেদ কামরান। সভায় সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়, যাতে প্রবাসী সিলেটবাসীদের ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হয়।
ঘোষিত আংশিক কমিটির নেতৃত্বে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাজলুল আহমেদ কামরান। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন শাহ সেলিম আহমেদ। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ আলমগীর হোসেন এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন নুরুল ইসলাম খালেদ।
সভায় উপস্থিত সদস্যরা নতুন নেতৃত্বের প্রতি অভিনন্দন জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন যে, এই কমিটি প্রবাসী সিলেটবাসীদের কল্যাণে এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা বলেন, সংগঠনের মূল লক্ষ্য হলো প্রবাসে থেকেও সিলেটের ঐতিহ্য, সংস্কৃতি ও ঐক্যকে ধরে রাখা, পাশাপাশি কমিউনিটির উন্নয়নে কাজ করা।
সভায় জানানো হয়, আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। তখন বিভিন্ন পদে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হবে, যাতে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সংগঠনটি যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী রেজিস্টারভুক্ত হয়েছে “সিলেট দক্ষিণ সুরমা সমিতি ইউএসএ ইনক” নামে। এর মাধ্যমে সংগঠনের কার্যক্রম এখন আরও আনুষ্ঠানিকভাবে পরিচালিত হবে।
নতুন নেতৃত্বের মাধ্যমে প্রবাসী সিলেটবাসীরা আশা করছেন— সংগঠনটি সামাজিক, সাংস্কৃতিক এবং মানবিক কার্যক্রমে আরও অগ্রণী ভূমিকা রাখবে। প্রবাসে থেকেও সিলেটের মানুষের পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা ও উন্নয়নের ধারা বজায় থাকবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন উপস্থিত অতিথিরা।
এসময় বক্তারা বলেন, সংগঠনের ভবিষ্যৎ কর্মকৌশলে যেন তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা হয়, যাতে প্রবাসজীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে তারা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারে।
সভা শেষে নতুন কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়ে সংগঠনের সিনিয়র সদস্যরা একত্রে ছবি তোলেন।



