যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন সন্দ্বীপ সোসাইটি ইউএসএ-এর ২০২৬-২০২৭ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফিরোজ আহমেদ, আর সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আলমগীর হোসাইন।
কমিটি ঘোষণার আনুষ্ঠানিক ঘোষণা দেয় সংগঠনের নির্বাচন কমিশন। কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন আলহাজ গাজী মোদাচ্ছের মিয়া। কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন সানাউল্লাহ হাসান, মোঃ ফোরকান উদ্দিন, মোঃ মাকসুদুর রহমান এবং আরিফ আর চৌধুরী।
নতুন কমিটিতে আরও রয়েছেন –
সিনিয়র সহ-সভাপতি মঞ্জুর কাদের সোহাগ,
ভাইস প্রেসিডেন্ট আব্দুস সালাম লাবু, আব্দুল মান্নান এবং মোঃ আলমগীর হোসেন,
যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম,
সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন,
সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন ফারুক,
কোষাধ্যক্ষ মোঃ আনোয়ারুল ইসলাম,
সহ-কোষাধ্যক্ষ মোঃ সোহেল,
সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক নাজিম উদ্দিন সুজন,
শিক্ষা ও সাহিত্য সম্পাদক মাহমুদুল হাসান রাজীব,
ক্রীড়া ও স্বাস্থ্য সম্পাদক জোবাইদুল ইসলাম,
প্রশিক্ষণ ও কর্মসংস্থান সম্পাদক মোহাম্মদ আরিফ,
প্রচার সম্পাদক ইমরুল হাসান আরফান,
দপ্তর সম্পাদক আজমীর হোসাইন,
মেইনস্ট্রিম ও আইন বিষয়ক সম্পাদক মোঃ আরিফুজ্জামান,
এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক রেহান উদ্দিন সোহেল।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন নির্বাচিত কমিটি তাদের প্রথম সভায় আরও ১৬ জন কার্যনির্বাহী সদস্য মনোনয়ন দেবে। ফলে সম্পূর্ণ কার্যনির্বাহী পরিষদটি হবে ৩৫ সদস্য বিশিষ্ট। এই কমিটি পরবর্তী দুই বছর সংগঠনের কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকবে।
সংগঠনটির নির্বাচন প্রক্রিয়া প্রবাসী সম্প্রদায়ের মধ্যে গণতান্ত্রিক অংশগ্রহণ ও ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করেছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সন্দ্বীপ সোসাইটি ইউএসএ তাদের সাংগঠনিক কার্যক্রম, সমাজকল্যাণমূলক উদ্যোগ ও প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।
নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রজুড়ে অবস্থানরত সন্দ্বীপের প্রবাসীদের সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে এই সংগঠনটি দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। নতুন কমিটির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে প্রবাসী সমাজে নতুন উদ্যম ও নেতৃত্বের ধারাবাহিকতা বজায় থাকবে বলে সদস্যরা আশা প্রকাশ করেছেন।



