যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের বৃহত্তম সংগঠন বাংলাদেশ সোসাইটি তাদের অর্ধশত বর্ষপূর্তি উদযাপন করতে যাচ্ছে আগামী ২ নভেম্বর। সুবর্ণজয়ন্তীর এই মহোৎসব অনুষ্ঠিত হবে নিউইয়র্কের বিখ্যাত ভেন্যু ‘টেরেস অন দ্য পার্ক’-এ। এই আয়োজন ঘিরে ইতোমধ্যে সংগঠনের কার্যকরী কমিটির একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে সভাপতি ও সাধারণ সম্পাদক অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানকে সফলভাবে সম্পন্ন করার জন্য গঠিত হয়েছে একটি বিশেষ উদযাপন কমিটিও।
সুবর্ণজয়ন্তীর এই আয়োজনে থাকছে নানা আঙ্গিকের কর্মসূচি—শুরু হবে স্মরণসভা ও দোয়া মাহফিলের মাধ্যমে। পাশাপাশি রক্তদান কর্মসূচি ও কমিউনিটি নেতাদের সঙ্গে মতবিনিময় সভারও আয়োজন থাকবে। মূল অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, ঐতিহ্যবাহী প্রদর্শনী, নতুন প্রজন্মের পরিবেশনা এবং প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হবে। সাংস্কৃতিক পর্বে থাকবে বাংলাদেশি সংগীত, নৃত্য ও নাট্য পরিবেশনা যা প্রবাসী জীবনে বাংলাদেশের সংস্কৃতির রঙ ছড়িয়ে দেবে।
এছাড়া, সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রকাশিত হবে একটি বিশেষ স্মারকগ্রন্থ। এতে সংগঠনের প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে সংগ্রামের ইতিহাস, সাফল্যের পথচলা ও নানা মাইলফলক তুলে ধরা হবে—যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে হয়ে থাকবে এক অমূল্য দলিল।
সংগঠনের সভাপতি জানিয়েছেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের জন্য একটি স্থায়ী কেন্দ্র গড়ে তোলার লক্ষ্য নিয়েই তারা কাজ করছেন। নিজস্ব ভবন প্রতিষ্ঠার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি স্থায়ী ঠিকানা তৈরি করার পরিকল্পনা চলছে, যেখানে বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও শেকড়ের সংযোগ অটুট থাকবে। সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানেই এই স্বপ্ন বাস্তবায়নের দিকনির্দেশনা ঘোষণা করা হবে।
তিনি আরও জানান, প্রবাসীদের ভোটার আইডি কার্যক্রমও এগিয়ে চলেছে কনস্যুলেটের সহযোগিতায়, যা দীর্ঘদিনের প্রতিশ্রুতির অংশ হিসেবে বাস্তবায়নের পথে রয়েছে।
অন্যদিকে, সাধারণ সম্পাদক জানিয়েছেন, সুবর্ণজয়ন্তীর মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সঙ্গে যুক্ত করা। তিনি বলেন, “যারা এখানে জন্মেছে ও বেড়ে উঠেছে, তাদের মধ্যেও বাংলাদেশি চেতনা জাগ্রত রাখতে হবে। এজন্য অনুষ্ঠান চলাকালীন এক বিশেষ সেমিনার আয়োজন করা হবে, যেখানে নতুন প্রজন্ম তাদের ধারণা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবে।”
সুবর্ণজয়ন্তীর এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনলাইনে নামমাত্র ৫০ ডলার ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, টেরেস অন দ্য পার্কের প্রায় এক হাজার ধারণক্ষমতা সম্পন্ন হলরুমে অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে অনলাইন রেজিস্ট্রেশনই সবচেয়ে কার্যকর সমাধান হিসেবে নির্ধারণ করা হয়েছে।
১৯৭৫ সালের ২৩ নভেম্বর প্রতিষ্ঠিত বাংলাদেশ সোসাইটি ইনক, নিউইয়র্কভিত্তিক একটি অরাজনৈতিক ও অ-লাভজনক সামাজিক সংগঠন। দীর্ঘ ৫০ বছর ধরে এটি প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতি ও সামাজিক কল্যাণে কাজ করে আসছে। সাংস্কৃতিক উৎসব, সামাজিক সেবা ও ঐক্যের মেলবন্ধনের মাধ্যমে প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গঠনে এই সংগঠন বিশেষ ভূমিকা পালন করছে।
সুবর্ণজয়ন্তীর এই আয়োজন তাই শুধু একটি উদযাপন নয়—এটি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে বাংলাদেশি পরিচয়, ঐতিহ্য ও গর্বের প্রতীক হিসেবে ইতিহাসে স্থান পাবে।



