যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি জোরদার এবং অভিন্ন লক্ষ্য অর্জনে সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে নিউইয়র্কে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশী প্রফেশনালস নামে নতুন সংগঠনটি। উদ্যোক্তারা জানান, দেশীয় পেশাজীবীদের একটি শক্তিশালী নেটওয়ার্কে যুক্ত করে আমেরিকান স্বপ্নের পথে যাত্রাকে আরও সংগঠিত ও কার্যকর করাই তাদের মূল লক্ষ্য।
শনিবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস সংলগ্ন গুলশান টেরেসে আয়োজন করা হয় সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠান। সেখানে মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের প্রেসিডেন্ট। তিনি জানান, মতভেদের ঊর্ধ্বে উঠে বাংলাদেশি পরিচয়ের ভিত্তিতে সবাইকে এক ছাতার নিচে নিয়ে আসাই তাদের অগ্রাধিকার। তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়া, অনলাইন এবং প্রিন্ট মিডিয়ায় সক্রিয় থেকে তারা পেশাজীবীদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলতে চান।
স্বাগত বক্তব্য দেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট। তিনি সংগঠনকে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন এবং পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট। তার সঙ্গে ছিলেন সংগঠনের অন্যান্য কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সোসাইটির শীর্ষ দুই কর্মকর্তা, নির্বাচিত মেয়রের ট্রানজিশন টিমের একজন সদস্য, নিউইয়র্কের মূলধারার রাজনীতির সঙ্গে যুক্ত এক ব্যক্তিত্ব, স্টেট অ্যাসেম্বলি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী একজন প্রার্থী, কম্যুনিটির স্বনামধন্য লিডারসহ আরও অনেকে।
অতিথিরা বলেন, এই সংগঠনের মাধ্যমে পেশাজীবীরা একে অপরের অভিজ্ঞতা ভাগ করে নিতে পারবেন, পাশাপাশি নিউইয়র্কের বহুজাতিক সমাজে বাংলাদেশি কম্যুনিটির নেতৃত্ব আরও সুদৃঢ় হবে। তারা নতুন সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমের প্রতি সমর্থন ব্যক্ত করেন।
উৎসবমুখর এই অনুষ্ঠানে সংগঠনের প্রতি সমর্থন জানিয়ে বিশেষ সম্মাননা প্রদান করে নিউইয়র্ক স্টেট এ্যাসেম্বলীওম্যানের অফিস। সঞ্চালকের দক্ষ উপস্থাপনায় পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন নিউইয়র্কের পরিচিত একাধিক শিল্পী, যা অনুষ্ঠানে বাড়তি উচ্ছ্বাস যোগ করে।
অনুষ্ঠানে নিউইয়র্কের বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সংগঠক, সাংবাদিক এবং কম্যুনিটির বিশিষ্ট লিডাররা উপস্থিত ছিলেন। সবাই নতুন সংগঠনের সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে বাংলাদেশি পেশাজীবীদের জন্য এ প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।



