নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতি ও অর্জনের প্রতীক বাংলাদেশ সোসাইটি তাদের সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে। ২ নভেম্বর, রোববার ট্যারেস অন দ্য পার্কে অনুষ্ঠিত এই বিশেষ আয়োজনে প্রবাসীদের প্রাণের সংগঠনটি ৫০ বছরের পথচলা স্মরণ করে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানের সূচনা হয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও উপস্থাপিকা সোনিয়া। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আতাউর রহমান সেলিম। এতে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও গোল্ডেন এইজ হোম কেয়ারের প্রধান নির্বাহী শাহ নেওয়াজসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং মূলধারার বিভিন্ন নির্বাচিত প্রতিনিধি।
অর্ধশতাব্দীর দীর্ঘ সময় ধরে বাংলাদেশ সোসাইটির সাফল্য, অর্জন ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে ভূমিকা তুলে ধরা হয় আয়োজনে। অনুষ্ঠানে সমাজসেবায় বিশেষ অবদান রাখার জন্য একাধিক ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা এবং স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে মেধার স্বাক্ষর রাখা তরুণ-তরুণীদেরও সম্মান জানানো হয়, যা প্রবাসী নতুন প্রজন্মের জন্য উৎসাহের বার্তা বয়ে আনে।
সভাপতি আতাউর রহমান সেলিম বলেন, “দীর্ঘ ৫০ বছরের এই যাত্রা প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতি ও বন্ধনের প্রতীক। বাংলাদেশ সোসাইটি সবসময় চেষ্টা করেছে প্রবাসে থেকেও মাতৃভূমির সংস্কৃতিকে লালন করতে। এই সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত থেকে যাঁরা আমাদেরকে আরও অনুপ্রাণিত করেছেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।”
ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ জানান, নির্বাচিত পরিষদের অন্যতম বড় অঙ্গীকার ছিল সংগঠনের নিজস্ব ভবন নির্মাণ। তিনি বলেন, “সম্প্রতি আমরা প্রায় ৪.৯ মিলিয়ন ডলারে একটি নতুন ভবন ক্রয়ের জন্য চুক্তি সম্পন্ন করেছি। এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য এক ঐতিহাসিক অর্জন হবে।” তিনি প্রবাসীদের সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়নে আহ্বান জানান।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সুবর্ণজয়ন্তীর কেক কাটা এবং সঙ্গীতানুষ্ঠান। একে একে মঞ্চে ওঠেন জনপ্রিয় শিল্পীরা—প্রতিক হাসান, বাদসা বুলবুল, রানো নেওয়াজ, শাহ মাহবুব, অনিক রাজ, বাউল কালা মিয়া, করিম হাওলাদার, কামরুজ্জামান বকুল এবং সেলিম ইব্রাহীম। তাঁদের প্রাণবন্ত পরিবেশনায় প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা পরিণত হয় আনন্দমুখর উৎসবে।
১৯৭৫ সালের ২৩ নভেম্বর প্রতিষ্ঠিত বাংলাদেশ সোসাইটি ইনক. প্রতিষ্ঠার পর থেকেই যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতি ও কমিউনিটির কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এটি বর্তমানে নিউইয়র্কের সবচেয়ে বড় প্রবাসী সামাজিক সংগঠন হিসেবে পরিচিত। সংগঠনটি শুধু প্রবাসে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গঠনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সুবর্ণজয়ন্তীর এই উৎসব ছিল শুধু একটি উদযাপন নয়, বরং প্রবাসে থাকা লাখো বাংলাদেশির ঐতিহ্য, ভালোবাসা ও আত্মপরিচয়ের এক গর্বিত প্রকাশ।



