নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করা ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আবেদনে সহায়তা প্রদানের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর ফ্রি এনআইডি ড্রাইভ ও মতবিনিময় সভা। বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সহযোগিতায় এই কর্মসূচি ২১ ও ২৪ অক্টোবর ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব খান, আর সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব হাকিম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনস্যুলেট জেনারেল জনাব হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি জনাব সেলিম, সাবেক সভাপতি ও বোর্ড অব ট্রাস্টির সদস্য জনাবা মিতা, সাবেক বোর্ড অব ট্রাস্টি জনাব শহিদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ-সাধারণ সম্পাদক জনাব সোহাগ, ফেঁচুগঞ্জ সমিতির সভাপতি জনাব আলম এবং ডিস্ট্রিক্ট ৮৭ এসেম্বলির আসন্ন নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত একমাত্র প্রার্থী সিপিএ জনাব চৌধুরী প্রমুখ।
সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা ফ্রি এনআইডি সার্ভিসে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। বিশেষ করে জালালাবাদ অঞ্চলের প্রবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারা এনআইডি আবেদন সংক্রান্ত বিভিন্ন সহায়তা গ্রহণ করেন এবং প্রবাসীদের জন্য এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি জনাব আহমেদ, সহ-সভাপতি জনাব লুকু, সহ-সভাপতি জনাব তালুকদার, আইন ও আন্তর্জাতিক সম্পাদক জনাব বোরহান উদ্দিন এবং সদস্য জনাব সোহেলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সন্ধ্যায় শুরু হওয়া মতবিনিময় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহ-সভাপতি জনাব তালুকদার। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি জনাব লুকু, কৃষিবিদ জনাব সোলায়মান ও সাবেক সেনা কর্মকর্তা জনাব রহমান।
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি জনাব সেলিম, সাবেক সভাপতি ও বোর্ড অব ট্রাস্টির সদস্য জনাবা মিতা, সাবেক বোর্ড অব ট্রাস্টি জনাব শহিদ, সাবেক সহ-সাধারণ সম্পাদক জনাব সোহাগ, ফেঁচুগঞ্জ সমিতির সভাপতি জনাব আলম এবং আসন্ন এসেম্বলি নির্বাচনে প্রার্থী সিপিএ জনাব চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব চৌধুরী, জনাব কাজী, জনাব লিটন, জনাব সাহা, জনাব তানিম, জনাব সজিব, জনাব টিটু, জনাব রনি এবং সাবেক চেয়ারম্যান জনাব তালুকদারসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শেষে বক্তারা প্রবাসীদের জন্য এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। তারা বলেন, এনআইডি কার্ড প্রাপ্তি প্রবাসীদের অধিকার এবং রাষ্ট্রের সঙ্গে তাদের সংযুক্ত রাখার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই ফ্রি ড্রাইভের মাধ্যমে প্রবাসীদের জন্য একটি বড় সুযোগ তৈরি হয়েছে, যা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হওয়া প্রয়োজন।
জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক এই কার্যক্রমের মাধ্যমে প্রবাসীদের কাছে সামাজিক দায়বদ্ধতা ও নাগরিক সেবার একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।



