Thursday, November 20, 2025
spot_img
Homeকমিউনিটি সংবাদনিউইয়র্কে ‘নিউ হরাইজন ক্লাব’-এর যাত্রা শুরু

নিউইয়র্কে ‘নিউ হরাইজন ক্লাব’-এর যাত্রা শুরু

নিউইয়র্কে সম্প্রতি একটি নতুন সেবামূলক উদ্যোগের সূচনা হয়েছে, যা লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের নতুন চ্যার্টার্ড শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ‘নিউ হরাইজন ক্লাব’ নামের এই নতুন ক্লাব আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ১৫ অক্টোবর, নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অবস্থিত একটি রেস্টোরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের মাধ্যমে।

নিউইয়র্ক ডিস্ট্রিক্ট ২০ আর ২-এর গভর্নর লায়ন আসেফ বারি টুটুলের নেতৃত্বে এই ক্লাবের অনুমোদন দেওয়া হয়েছে। গভর্নরের তত্ত্বাবধানে এবং নির্দেশনায়, দীর্ঘ ১০ বছরের পর প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নতুন চ্যার্টার্ড ক্লাব প্রতিষ্ঠার স্বীকৃতি মিলেছে। তিনি বলেন, ‘নিউ হরাইজন ক্লাব কোনো বিভাজন বা জাতিগত গোষ্ঠীর উদ্যোগ নয়। এটি এমন একটি উদ্যোগ যা উদ্যমী ও সেবামনস্ক সদস্যদের একত্রিত করে মানবতার সেবা বিস্তৃত করবে।’

ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যরা জানিয়েছেন, এই উদ্যোগ কেবল মানবসেবায় সীমাবদ্ধ নয়, বরং প্রবাসী কমিউনিটিতে নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা এবং ঐক্যের বার্তা ছড়িয়ে দেবে। নতুন ক্লাবটি ডিস্ট্রিক্ট ২০-আর২-এর অধীনে প্রতিষ্ঠিত হওয়ায় এটি প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের মানবসেবার নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা তৈরি করেছে।

ঘোষণাপত্রে ক্লাবটি স্পষ্ট করে উল্লেখ করেছে যে, ‘নিউ হরাইজন ক্লাব’ প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে মানবসেবার চেতনা ও নেতৃত্ব বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে। লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের মূল প্রতিশ্রুতি ‘মানবতার সেবা’ এই ক্লাবের কার্যক্রমের মাধ্যমে আরও শক্তিশালী হবে।

ক্লাবের পরিকল্পনা অনুযায়ী, শিক্ষা, স্বাস্থ্য, দৃষ্টি সংরক্ষণ, ক্ষুধা নিবারণ এবং পরিবেশ রক্ষায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। পাশাপাশি, স্থানীয় ও আন্তর্জাতিক সেবামূলক নেটওয়ার্ক বিস্তারের মাধ্যমে কমিউনিটির প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা হবে।

সংবাদ সম্মেলনে ক্লাবের প্রাথমিক কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হয়েছে। সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন একজন অভিজ্ঞ সদস্য এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আরেকজন প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। পরিচালনা বোর্ডে দায়িত্ব পালন করবেন একাধিক সহকর্মী, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, সাংস্কৃতিক ও বিনোদন চেয়ারপারসন, যুগ্ম সাধারণ সম্পাদক, নারী বিষয়ক সম্পাদক, টেইল টুইস্টার এবং ক্লাব সার্ভিস চেয়ারপারসনসহ আরও অনেক সদস্য। এই কমিটি ক্লাবের কার্যক্রম সুসংগঠিত ও সফলভাবে পরিচালনার জন্য দায়িত্ব পালন করবে।

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ১৯১৭ সালে প্রতিষ্ঠিত। বর্তমানে এটি বিশ্বের ২০০-এর বেশি দেশ ও অঞ্চলে ১৫ হাজারেরও বেশি ক্লাব এবং প্রায় ১৪ লক্ষ সদস্য নিয়ে কাজ করছে। সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্যসেবা, দৃষ্টি সংরক্ষণ, ক্ষুধা নিবারণ, পরিবেশ সংরক্ষণ এবং দুর্যোগ মোকাবিলাসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে। ‘উই সার্ভ’—এই মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

‘নিউ হরাইজন ক্লাব’ এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি মানবসেবা, নেতৃত্ব এবং সামাজিক উদ্যোগের ক্ষেত্রে নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছে। এটি স্থানীয় ও আন্তর্জাতিক স্তরে সেবামূলক কার্যক্রমকে শক্তিশালী করবে এবং কমিউনিটির মধ্যে একতা ও উদ্দীপনা বৃদ্ধি করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments