নিউইয়র্কে মূলধারার সংগঠন বাংলাদেশি হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড
লিডারশিপ আউটরিচ-এর (ভালো)’র উদ্যোগে ব্যাক-টু-স্কুল কর্মসূচি পালিত
হয়েছে। গত ২৬ আগস্ট মঙ্গলবার নিউইয়র্কের জ্যামাইকায় আয়োজিত এই
কর্মসূচিতে শতশত স্কুলগামী শিশু ও তাদের অভিভাবক দীর্ঘ লাইনে দাঁড়িয়ে
উপহার সংগ্রহ করেন। ইভেন্টে অংশ নেওয়া শিশুদের হাতে তুলে দেওয়া হয়
স্কুলব্যাগ, খাতা-কলমসহ নিত্যপ্রয়োজনীয় শিক্ষা উপকরণ। নতুন শিক্ষাবর্ষের
শুরুতে এমন উপহার পেয়ে শিক্ষার্থীদের মাঝে তৈরি হয় উচ্ছ্বাস আর আনন্দ।
অভিভাবকদের মুখে ফুটে ওঠে কৃতজ্ঞতার হাসি।
‘ভালো’র এই কর্মসূচিতে কমিউনিটি পার্টনার ছিল- ডিএইচ কেয়ার, জ্যামাইকা
বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি, বাংলাদেশি আমেরিকান বিজনেস সোসাইটি অব
হিলসাইড অ্যাভিনিউ (ব্যবসা), জ্যামাইকা সিনিয়র সেন্টার, এমইউএস কেয়ার,
এমইউএস ভোট, গেটওয়েল মেডকেয়ার, ফ্যামিলি কেয়ার ফার্মেসি, বেস্ট স্কোর,
ব্রুকলিন ইমিগ্র্যান্ট কমিউনিটি, আরকিউএম টিউটোরিয়াল, ইলহাম একাডেমি,
খানস টিউটোরিয়াল, লাইফ অব হোম, μিসেন্ট কমিউনিটি পেট্রল (সিসিপি),
ট্রাস্ট এইড এবং বেঙ্গলিজ অব নিউইয়র্ক (বনি)।