Thursday, November 20, 2025
spot_img
Homeকমিউনিটি সংবাদনিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদের নতুন বহুতল ভবন নির্মাণে সহযোগিতার আহ্বান

নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদের নতুন বহুতল ভবন নির্মাণে সহযোগিতার আহ্বান

নিউইয়র্কের ব্রঙ্কসে বাঙালি অধ্যুষিত এলাকায় অবস্থিত বাংলাবাজার জামে মসজিদের সম্প্রসারণ পরিকল্পনা এগিয়ে নিতে গৃহীত হয়েছে একটি বৃহৎ প্রকল্প। প্রস্তাবিত নতুন বহুতল ভবন নির্মাণের আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৫ মিলিয়ন ডলার, এবং মসজিদ কর্তৃপক্ষ এই উদ্যোগ বাস্তবায়নে প্রবাসী বাংলাদেশিসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

সম্প্রতি মসজিদের দ্বিতীয় তলায় আয়োজিত বার্ষিক সাধারণ সভায় এই নির্মাণ প্রকল্পের বিস্তারিত উপস্থাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি ডা. সবুর, আর সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আহমেদ। সভার শুরুতে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইয়াহইয়ার নেতৃত্বে দোয়া অনুষ্ঠিত হয়, যেখানে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতির রুহের মাগফেরাত এবং বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়।

সভায় সাধারণ সম্পাদক বার্ষিক প্রতিবেদন পেশ করেন, আর কোষাধ্যক্ষ হোসেন আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। এ ছাড়া উপদেষ্টা পরিষদ, ফান্ডরেইজিং কমিটি এবং নির্বাহী সদস্যদের পক্ষ থেকেও মতামত তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য মাহমুদ, সিরাজ, মজুমদার ও ডা. আলমসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

সভায় জানানো হয়, ব্রঙ্কসের ওডেল স্ট্রিটে অবস্থিত বাংলাবাজার জামে মসজিদের পার্শ্ববর্তী প্রায় ৫ হাজার স্কয়ারফুট জায়গায় বেসমেন্টসহ ৬ তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই ভবনের কাজ শিগগিরই শুরু হবে এবং ধাপে ধাপে পুরো প্রকল্পটি সম্পন্ন করা হবে।

সভায় উপস্থিত বিপুলসংখ্যক লাইফ মেম্বার ও সাধারণ সদস্যরা প্রকল্পটির পক্ষে সর্বসম্মত সমর্থন জানান। সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে মসজিদ নির্মাণে আর্থিক অনুদান প্রদানের আহ্বান জানান। তারা বলেন, ব্রঙ্কসের বাঙালি সমাজের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই ভবন নির্মাণ সম্ভব হবে এবং এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক স্থায়ী সম্পদ হিসেবে গড়ে উঠবে।

সভা শেষে মসজিদের তহবিলে অনুদান পাঠানোর জন্য যোগাযোগের ঠিকানা ও ব্যাংক তথ্য জানানো হয়, যাতে আগ্রহীরা সহজে সহযোগিতা করতে পারেন।

প্রসঙ্গত, বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ীর উদ্যোগে ২০১২ সালের ডিসেম্বরে স্টারলিং-বাংলাবাজার এলাকায় ভাড়া বাড়িতে বাংলাবাজার জামে মসজিদের যাত্রা শুরু হয়। ২০১৩ সালে ৫ লাখ ১০ হাজার ডলারে বর্তমান ভবনটি ক্রয় করা হয়। পরবর্তীতে ২০২৩ সালে পার্শ্ববর্তী ৫ হাজার স্কয়ারফুট জায়গা ১.৫২৫ মিলিয়ন ডলারে ক্রয় করে নতুন ভবন নির্মাণের ভিত্তি স্থাপন করা হয়।

নিউইয়র্কে বাঙালি মুসলিম সমাজের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই মসজিদ। নতুন ভবনটি নির্মিত হলে কেবল নামাজের স্থানই নয়, বরং এটি হবে একটি ধর্মীয় ও সাংস্কৃতিক মিলনমেলা—যেখানে প্রবাসীরা নিজেদের ঐতিহ্য ও বিশ্বাসকে আরও শক্তভাবে প্রতিষ্ঠা করতে পারবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments