Sunday, October 5, 2025
spot_img
Homeখেলার জগৎনরওয়ে-ইসরায়েল ম্যাচের লভ্যাংশ গাজার মানুষের জন্য দেবে নরওয়ে

নরওয়ে-ইসরায়েল ম্যাচের লভ্যাংশ গাজার মানুষের জন্য দেবে নরওয়ে

নরওয়ে ফুটবল ফেডারেশন ঘোষণা করেছে, বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ থেকে অর্জিত লভ্যাংশ মানবিক সাহায্য সংস্থা ‘ডক্টরস উইথআউট বর্ডারস’-কে প্রদান করা হবে। ১৯৯৯ সালে শান্তিতে নোবেলজয়ী এই সংস্থা ফিলিস্তিনের গাজায় জরুরি চিকিৎসা ও মানবিক সহায়তা দেয়।

এনএফএফ জানিয়েছে, আগামী ১১ অক্টোবর অসলোতে ‘আই’ গ্রুপের ম্যাচে তারা স্বাগতিক হয়ে ইসরায়েলের মুখোমুখি হবে। সংস্থার সভাপতি জানিয়েছেন, এটি এমন এক সময়ে হচ্ছে যখন মধ্যপ্রাচ্যে মারাত্মক মানবিক বিপর্যয় চলছে। গাজায় সাধারণ মানুষদের ওপর হামলার প্রেক্ষাপটে লভ্যাংশ এই সংস্থাকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডক্টরস উইথআউট বর্ডারস ৭০টির বেশি দেশে যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয় ও মহামারিতে ক্ষতিগ্রস্তদের জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করে। নরওয়ের একটি বড় বিনিয়োগ প্রতিষ্ঠান ইতোমধ্যেই গাজার জন্য তিন লাখ ৫ হজার ডলার সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে।

এনএফএফ গাজার শিশুদের ফুটবল প্রজেক্টের মাধ্যমে সহায়তা করছে এবং স্কুল ও শরণার্থী শিবিরের সঙ্গে দীর্ঘমেয়াদি কাজ করছে। অসলোর উল্লেভাল স্টেডিয়ামে নরওয়ে-ইসরায়েল ম্যাচের সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে। স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা শক্তভাবে রাখা হবে।

বর্তমানে ‘আই’ গ্রুপে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নরওয়ে। ইতালি ও ইসরায়েল যথাক্রমে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ও তিনে অবস্থান করছে। ১৯৯৮ সালের পর এবার প্রথমবারের মতো নরওয়ে ২০২৬ সালের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের পথে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments