Sunday, January 4, 2026
spot_img
Homeআপনার স্বাস্থ্যনতুন স্ট্রেইনে বার্ড ফ্লুতে যুক্তরাষ্ট্রে প্রাণহানি

নতুন স্ট্রেইনে বার্ড ফ্লুতে যুক্তরাষ্ট্রে প্রাণহানি

ওয়াশিংটন অঙ্গরাজ্যে একজন বাসিন্দা এমন একটি বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন যা আগে কখনো মানুষের মধ্যে শনাক্ত হয়নি। অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ শুক্রবার জানায়, এই রোগী H5N5 টাইপ ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে জটিলতা বাড়তে থাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত ব্যক্তি ছিলেন বয়স্ক এবং আগে থেকেই নানা ধরনের শারীরিক সমস্যা ছিল। আক্রান্ত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছিল।

যুক্তরাষ্ট্রে প্রায় নয় মাস পর প্রথমবারের মতো বার্ড ফ্লুতে কোনো ব্যক্তি আক্রান্ত হওয়ার ঘটনা এটি, এবং দেশটিতে এ ভাইরাসে মানুষের দ্বিতীয় পরিচিত মৃত্যুর রেকর্ড। যদিও যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য সংস্থা বলছে, সাধারণ মানুষের জন্য এ ভাইরাসে সংক্রমণের সামগ্রিক ঝুঁকি এখনো কম। স্বাস্থ্য কর্মকর্তারা এখনো ঘনিষ্ঠ সংস্পর্শে থাকা ব্যক্তিদের পর্যবেক্ষণে রেখেছেন। এখন পর্যন্ত আর কেউ আক্রান্ত হননি এবং ব্যক্তি থেকে ব্যক্তিতে সংক্রমণের কোনো প্রমাণও পাওয়া যায়নি।

অঙ্গরাজ্যের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, মৃত ব্যক্তির বাড়ির পেছনের এলাকায় বিভিন্ন প্রজাতির গৃহপালিত পাখির একটি ছোট খামার ছিল। পরিবেশগত নমুনায় ঐ এলাকায় এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। ফলে গৃহপালিত পাখি, তাদের আবাসস্থল অথবা বন্য পাখির মাধ্যমে রোগীটি সংক্রমিত হওয়ার সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বজুড়ে বহু বছর ধরে বন্য পাখির মধ্যে এ ভাইরাসের সংক্রমণ থাকলেও যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বিস্তার শুরু হয় ২০২২ সালের জানুয়ারিতে। এবার প্রাদুর্ভাবের বৈশিষ্ট্য হলো, আগের তুলনায় স্তন্যপায়ী প্রাণীর মধ্যে সংক্রমণ বাড়ছে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ সংস্থার হিসাবে, চলমান প্রাদুর্ভাবের অংশ হিসেবে এখন পর্যন্ত ৭০ জন মানুষের মধ্যে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন প্রবীণ ব্যক্তি বছরের শুরুতে একই পরিস্থিতিতে মৃত্যুবরণ করেন।

যদিও কিছু সংক্রমণ গুরুতর হয়েছে, তবুও বেশিরভাগ আক্রান্তের উপসর্গ ছিল তুলনামূলক হালকা। রোগ নিয়ন্ত্রণ সংস্থার তথ্যানুযায়ী, বেশিরভাগ রোগীর লাল চোখ, জ্বরসহ সাধারণ উপসর্গ দেখা গেছে। আক্রান্তদের উল্লেখযোগ্য অংশই প্রাণীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন। এর মধ্যে ৪১ জন গবাদিপশুর সঙ্গে এবং ২৪ জন পোলট্রি খাতে কর্মরত ছিলেন। আরও দুইজনের সংক্রমণের সঙ্গে অজ্ঞাত প্রাণী-সম্পর্কিত সংযোগ ছিল এবং তিনজনের ক্ষেত্রে উৎস নির্ণয় করা যায়নি।

প্রাণীর কাছাকাছি কাজ করেন এমন সবার জন্য সুরক্ষামূলক সরঞ্জাম ব্যবহারের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য সংস্থা। বিশেষভাবে প্রাণীর বর্জ্য, মৃত বা অসুস্থ বন্যপ্রাণীর সংস্পর্শ এড়াতে বলা হয়েছে। পাখির খাবারের স্থান বা পাখির বিষ্ঠা জমে থাকা জায়গা পরিষ্কার করার সময় সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ পরামর্শ দিয়েছে, যারা গৃহপালিত বা বন্য পাখির সংস্পর্শে আসতে পারেন তাদের সবাইকে মৌসুমি ইনফ্লুয়েঞ্জার টিকা নেওয়া উচিত। যদিও সাধারণ ফ্লুর টিকা বার্ড ফ্লুর বিরুদ্ধে সুরক্ষা দেয় না, তবে একই সময়ে দুটি ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে দেয়। এতে বার্ড ফ্লু ভাইরাস জিনগতভাবে পরিবর্তিত হয়ে সহজে মানুষে মানুষে ছড়িয়ে পড়ার সম্ভাবনাও হ্রাস পায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments