ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল রাতে এক রোমাঞ্চকর লড়াইয়ের সাক্ষী হলো ফুটবলপ্রেমীরা। প্রতিপক্ষের মাঠে ফুলহামের বিপক্ষে ৫ থেকে ৪ গোলে জয় তুলে নেয় ম্যানচেস্টার সিটি। ম্যাচের প্রথম দিকেই একতরফা আধিপত্য গড়ে তোলে সিটি। ৫৪তম মিনিটে স্কোরলাইন ছিল সিটির পক্ষেই ৫ থেকে ১। কিন্তু এরপরই নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় ফুলহাম। আক্রমণে ধার বাড়িয়ে ৭৮ মিনিটের মধ্যেই ফলাফলের ব্যবধান কমিয়ে আনে ৫ থেকে ৪ এ। ম্যাচে তখনো সময় ছিল যথেষ্ট, তবে শেষ পর্যন্ত সমতায় ফিরতে পারেনি স্বাগতিক দল।
তবে ম্যাচের উত্তাপ ছাপিয়ে আলোচনার শীর্ষে উঠে আসেন সিটির নরওয়েজীয় ফরোয়ার্ড। ম্যাচের ১৭ মিনিটে নিজের এবং দলের প্রথম গোলটি করে গড়েন অভাবনীয় এক রেকর্ড। এই গোলের মধ্য দিয়ে তিনি এখন প্রিমিয়ার লিগ ইতিহাসে দ্রুততম ১০০ গোলের মালিক। মাত্র ১১১ ম্যাচে এই মাইলফলক ছুঁয়ে তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি স্ট্রাইকারকে, যিনি ১০০ গোল করতে সময় নিয়েছিলেন ১২৪ ম্যাচ। সেই রেকর্ডটি টিকে ছিল ১৯৯৫ সাল থেকে।
২০২২ সালে জার্মান লিগের ক্লাব থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলেছেন সিটির এই তারকা ফুটবলার। তার ঝুলিতে আছে নানা বড় অর্জন, তবে দ্রুততম ১০০ গোলের এই পর্ব নিঃসন্দেহে বিশেষ আরেকটি পালক। প্রিমিয়ার লিগে এটি তার ১০০তম গোল এবং তিনি হয়েছেন লিগের ইতিহাসে ৩৫তম খেলোয়াড় যিনি শততম গোলের চূড়ায় উঠলেন। তার আগে সর্বশেষ ২০২৩ সালে টটেনহাম হটস্পারের হয়ে খেলার সময় একই অর্জন স্পর্শ করেছিলেন দক্ষিণ কোরিয়ার আরেক ফরোয়ার্ড।
ম্যাচ শেষে সিটির কোচ বলেন, অভিনন্দন। এটি সত্যিই অবিশ্বাস্য এক অর্জন। তার খেলা ছিল দারুণ এবং গোলটি ছিল অনবদ্য। তিনি যেন এই সাফল্য উপভোগ করেন এবং ক্লাবের হয়ে আরও গোল করেন, সেটাই কামনা।
নিজের রেকর্ড নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে সিটির এই তারকা বলেন, এটি বড় অর্জন এবং এটি নিয়ে গর্ব বোধ করছি। শত গোলের দলে নিজের নাম দেখতে ভালো লাগছে। আমি জানতাম লক্ষ্যটা খুব কাছেই এবং চেষ্টা করছিলাম। গোল করে দলকে সাহায্য করাই আমার দায়িত্ব। এখানে স্ট্রাইকার হিসেবে পরিসংখ্যান সব সময়ই গুরুত্বপূর্ণ এবং যদি তা ভালো না হয় তাহলে সমালোচনা হওয়া স্বাভাবিক।
মাত্র ২৫ বছর বয়সে অসংখ্য রেকর্ড নিজের করে নেওয়া এই ফরোয়ার্ডের সামনে এখনো রয়েছে দীর্ঘ পথ। ছন্দ এবং ফিটনেস ধরে রাখতে পারলে ভবিষ্যতে প্রিমিয়ার লিগ এবং ইউরোপ জুড়েই আরও বহু রেকর্ড তার অপেক্ষায় আছে, এতে কোনো সন্দেহ নেই।
লিগ টেবিলে বর্তমানে সিটির অবস্থান দ্বিতীয়। ১৪ ম্যাচে তাদের সংগ্রহ ২৮ পয়েন্ট। আর শীর্ষে আছে আর্সেনাল, ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে।



