Monday, October 6, 2025
spot_img
Homeএডুকেশনদেশের ১৫০ উপজেলায় অক্টোবর থেকে স্কুলে মিড ডে মিল চালু

দেশের ১৫০ উপজেলায় অক্টোবর থেকে স্কুলে মিড ডে মিল চালু

আগামী অক্টোবর থেকে দেশের ১৫০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, দেশে বর্তমানে সাক্ষরতার হার ৭৭ দশমিক ৯ শতাংশ হলেও প্রকৃত হার আরও কম হতে পারে। কারণ বিভিন্ন স্কুল পরিদর্শনে দেখা গেছে, অনেক শিক্ষার্থী এখনও যথাযথভাবে স্বাক্ষর করতে পারে না। অতীতের সরকার প্রকৃত হার প্রকাশ না করায় বাস্তব চিত্র অনেকটা আড়ালে ছিল বলেও তিনি উল্লেখ করেন।

পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগে সাক্ষরতা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি। তার মতে, প্রাথমিক শিক্ষার মূল উদ্দেশ্য হলো শিশুদের প্রকৃত অর্থে সাক্ষর করে তোলা। কিন্তু যথাযথভাবে সাক্ষরতা অর্জন না করেই শিক্ষার্থীরা যখন মাধ্যমিকে যাচ্ছে, তখন তাদের শিক্ষার ধারাবাহিকতায় একটি বড় ফাঁক তৈরি হচ্ছে।

এছাড়া তিনি জানান, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে অপ্রয়োজনীয় ছুটি কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে বছরে মাত্র ১৮০ দিন স্কুল খোলা থাকে, তাই শিক্ষার্থীদের পড়াশোনায় ধারাবাহিকতা বজায় রাখতে ছুটি সীমিত করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষার মান উন্নয়নে আরেকটি বড় পদক্ষেপ হলো শিক্ষকের শূন্যপদ পূরণের উদ্যোগ। প্রাথমিক বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হবে বলেও উপদেষ্টা উল্লেখ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments