Sunday, October 5, 2025
spot_img
Homeপ্রযুক্তি জগৎদক্ষিণ কোরিয়া তৈরি করছে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা: OpenAI ও Google কে টেক্কা...

দক্ষিণ কোরিয়া তৈরি করছে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা: OpenAI ও Google কে টেক্কা দেওয়ার উদ্যোগ

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি খাত ও স্টার্টআপগুলো এখন দেশীয় ভাষা এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট অনুযায়ী উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) মডেল তৈরি করতে ব্যস্ত। তারা বিশ্বের শীর্ষস্থানীয় AI কোম্পানি OpenAI, Google, এবং Anthropic-এর সঙ্গে প্রতিযোগিতা করার পরিকল্পনা করছে।

গত মাসে দক্ষিণ কোরিয়া সবচেয়ে বড় দেশীয় AI উদ্যোগ চালু করেছে। সরকারের পক্ষ থেকে দেশীয় পাঁচটি সংস্থাকে ৫৩০ বিলিয়ন ওয়োন (প্রায় ৩৯০ মিলিয়ন ডলার) অর্থায়ন দেওয়া হয়েছে, যারা বৃহৎ স্কেলের ফাউন্ডেশনাল মডেল তৈরি করবে। এই উদ্যোগ মূলত দেশের AI প্রযুক্তিতে বিদেশি নির্ভরতা কমানোর লক্ষ্য নিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে এটি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং ডেটা নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টা।

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের নির্বাচিত সংস্থাগুলো হল: LG AI Research, SK Telecom, Naver Cloud, NC AI, এবং স্টার্টআপ Upstage। প্রথম পর্যায়ের অগ্রগতি প্রতি ছয় মাসে পর্যালোচনা করা হবে। অপ্রদর্শনশীল সংস্থাগুলো বাদ দেওয়া হবে এবং দুইটি সংস্থা অবশিষ্ট থেকে দেশের সোভরেইন AI নেতৃত্ব দিবে।

LG AI Research: Exaone
LG Group-এর R&D ইউনিট LG AI Research তাদের হাইব্রিড রিজনিং AI মডেল Exaone 4.0 নিয়ে এসেছে। এটি পূর্ববর্তী Exaone Deep মডেলের উন্নত রিজনিং ক্ষমতা এবং বিস্তৃত ভাষা প্রক্রিয়াকরণ একত্রিত করে। Exaone 4.0 ইতোমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা সূচকে ভালো স্কোর অর্জন করেছে। সংস্থা বাস্তব শিল্প তথ্য যেমন বায়োটেক, উন্নত উপাদান এবং উৎপাদন তথ্য ব্যবহার করে মডেলকে আরও শক্তিশালী করার পরিকল্পনা করছে।

LG AI Research-এর মূল লক্ষ্য বড় GPU ক্লাস্টার নয়, বরং প্রতিটি চিপের সর্বোত্তম ব্যবহার এবং শিল্পভিত্তিক মডেল তৈরি করা। API-এর মাধ্যমে মডেল ব্যবহার করানোর পর ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে তা পুনরায় মডেল প্রশিক্ষণে ব্যবহার করা হচ্ছে। এর ফলে মডেল শুধুমাত্র তাত্ত্বিক নয়, বাস্তব ব্যবসায়িক মূল্যও প্রদান করতে সক্ষম হবে।

SK Telecom: A.X
দক্ষিণ কোরিয়ার টেলিকম জায়ান্ট SK Telecom তাদের ব্যক্তিগত AI এজেন্ট “A.” ২০২৩ সালের শেষ দিকে চালু করেছিল। এরপর জুলাই ২০২৫ সালে নতুন বড় ভাষা মডেল A.X প্রকাশ করেছে। এটি চীনা ওপেন সোর্স মডেল Qwen 2.5-এর ভিত্তিতে তৈরি। A.X 4.0-এর দুটি সংস্করণ রয়েছে: ৭২ বিলিয়ন প্যারামিটার এবং ৭ বিলিয়ন প্যারামিটার।

A.X 4.0 কোরিয়ান ভাষা প্রক্রিয়ায় GPT-4o-এর তুলনায় প্রায় ৩৩% কার্যকর। SK Telecom-এর শক্তি হলো তাদের টেলিকম নেটওয়ার্ক থেকে আসা তথ্য যেমন ন্যাভিগেশন, ট্যাক্সি হেল্প, গ্রাহক সেবা ইত্যাদি ব্যবহারে AI-এর বাস্তব প্রয়োগ। এছাড়া SK Telecom AI ইঞ্জিনিয়ারিং ও ইনফ্রাস্ট্রাকচারে বিনিয়োগ করছে, দেশীয় GPU-ভিত্তিক সেবা GPUaaS ব্যবহার করছে এবং AWS-এর সঙ্গে যৌথ হাইপারস্কেল AI ডেটা সেন্টার তৈরি করছে।

Naver Cloud: HyperCLOVA X
Naver Cloud তাদের বড় ভাষা মডেল HyperCLOVA ২০২১ সালে চালু করে। পরবর্তীতে HyperCLOVA X ও বিভিন্ন প্রোডাক্ট প্রকাশ করে। এর মধ্যে CLOVA X AI চ্যাটবট, Cue AI-ভিত্তিক সার্চ ইঞ্জিন এবং HyperCLOVE X Think রয়েছে।

Naver Cloud-এর AI মূলত “কনেক্টর” হিসেবে কাজ করে। এটি পুরনো সিস্টেম এবং সেবা সংযোগ করে তাদের কার্যকারিতা বৃদ্ধি করে। Naver-এর AI Shopping Guide ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী সুপারিশ করে। CLOVA Studio ব্যবসায়িক কাস্টম AI তৈরি করতে সহায়তা করে। CLOVA Carecall বয়স্কদের জন্য AI চেক-ইন সেবা প্রদান করে। Naver-এর লক্ষ্য সঠিক মডেল প্রস্তুত করা এবং স্কেল বৃদ্ধি করা।

Upstage: Solar Pro 2
Upstage একমাত্র স্টার্টআপ হিসেবে অংশ নিচ্ছে। Solar Pro 2 মডেল জুলাই ২০২৪ সালে প্রকাশিত হয়। ৩১ বিলিয়ন প্যারামিটার থাকা সত্ত্বেও এটি কোরিয়ান ভাষার ক্ষেত্রে বিশ্বমানের মডেলকে টেক্কা দিতে সক্ষম। Upstage শিল্পভিত্তিক মডেল যেমন ফাইন্যান্স, আইন ও চিকিৎসা ক্ষেত্রে মনোনিবেশ করছে। এছাড়া তারা কোরিয়ার AI ইকোসিস্টেম গঠনের চেষ্টা করছে।

দক্ষিণ কোরিয়ার এই উদ্যোগ দেশের AI প্রযুক্তিতে স্বনির্ভরতা আনতে, বিদেশি নির্ভরতা কমাতে এবং স্থানীয় ভাষা ও সংস্কৃতির উপর ভিত্তি করে প্রতিযোগিতা সক্ষম মডেল তৈরি করতে সহায়তা করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments