ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রাথমিক হিসাবে অধিকাংশ কেন্দ্রে সন্তোষজনক হারে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মোট আটটি কেন্দ্রের মধ্যে সাতটির হিসাব প্রকাশ পেয়েছে, যেখানে ভোট পড়ার হার ৬৫ থেকে ৮৫ শতাংশের মধ্যে ওঠানামা করেছে।
আজ মঙ্গলবার সকাল আটটা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ভোট শেষে রিটার্নিং কর্মকর্তাদের অনানুষ্ঠানিক তথ্যে জানা যায়—কার্জন হলে ৮০ শতাংশের বেশি, শারীরিক শিক্ষা কেন্দ্রে প্রায় ৮৩ শতাংশ, টিএসসি কেন্দ্রে ৬৯ শতাংশ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে ৬৭ শতাংশ, উদয়ন স্কুল কেন্দ্রে ৮৪ থেকে ৮৫ শতাংশ, ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে ৬৫ শতাংশ এবং ইউনিভার্সিটি ল্যাবরেটরি কেন্দ্রে ৬৫ দশমিক ২৫ শতাংশ ভোট পড়েছে।
তবে সিনেট ভবন কেন্দ্রের হিসাব তখনও পাওয়া যায়নি। ওই কেন্দ্রে তিনটি হলের মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৮৩৫ জন। দুপুর আড়াইটা পর্যন্ত পাওয়া তথ্যে দেখা যায়, প্রায় ৪ হাজার ভোট পড়েছে, যা মোটের প্রায় ৮৩ শতাংশ।
সবমিলিয়ে ছাত্রদের হলে ভোটের হার তুলনামূলক বেশি, অনেক জায়গায় ৮০ শতাংশেরও ওপরে। অন্যদিকে ছাত্রীদের হলে ভোটের হার কিছুটা কম হলেও তা উল্লেখযোগ্য—প্রায় ৬৫ থেকে ৬৯ শতাংশের মধ্যে। সংশ্লিষ্টরা মনে করছেন, উভয় ক্ষেত্রেই শিক্ষার্থীদের অংশগ্রহণ এই নির্বাচনে সক্রিয় ও তাৎপর্যপূর্ণ ভূমিকার প্রমাণ দিয়েছে।