যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন সোমবার ঘোষণা করেছে, চীনের সঙ্গে দীর্ঘদিনের আলোচনা শেষে টিকটককে যুক্তরাষ্ট্রে চালু রাখার জন্য একটি মৌলিক চুক্তি সম্পন্ন হয়েছে। এই চুক্তি প্রেসিডেন্ট ট্রাম্প এবং চীনের নেতা শি জিনপিংয়ের মধ্যে শুক্রবারের আলোচনার মাধ্যমে চূড়ান্ত রূপ নেবে।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সরাসরি দিকনির্দেশনা এবং নেতৃত্ব ছাড়া এই চুক্তি সম্ভব হতো না। চুক্তির বিস্তারিত জানানো হয়েছে, তবে যুক্তরাষ্ট্রের অংশীদারের নাম প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, মার্কিন প্রযুক্তি কোম্পানির এক শীর্ষ নির্বাহী এই ক্রয়ে নেতৃত্ব দিচ্ছেন।
যুক্তরাষ্ট্র ও চীনের কূটনীতিকরা এই সপ্তাহে স্পেনে বাণিজ্য ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জানিয়েছেন, টিকটক নিয়ে নিশ্চিত হওয়া হয়েছিল যে, এটি উভয় দেশের জন্য সুবিচার এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করবে। চীনের শীর্ষ বাণিজ্য আলোচক জানিয়েছেন, উভয় পক্ষ “সৎ এবং গভীর আলোচনা” শেষে একটি মৌলিক কাঠামোগত চুক্তিতে পৌঁছেছে।
চুক্তির আওতায় থাকবে টিকটক সংক্রান্ত বিষয় সমাধান, বিনিয়োগ বাধা কমানো এবং অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা বাড়ানো। এছাড়া যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবহারকারী তথ্য, অ্যালগরিদম এবং বুদ্ধিবৃত্তিক সম্পত্তি ব্যবস্থাপনার বিষয়ে নিয়ন্ত্রণ দেওয়া হতে পারে।
গত কয়েক বছরে ট্রাম্প প্রশাসন এবং মার্কিন আইন প্রণেতারা জাতীয় নিরাপত্তার কারণে টিকটক বিক্রি বা নিয়ন্ত্রণ নিয়ে চাপ সৃষ্টি করেছিলেন। তবে ট্রাম্প পরে নিজস্ব স্বার্থে চীনা অ্যাপটিকে সমর্থন করতে শুরু করেন। যুক্তরাষ্ট্রে প্রায় ১ কোটি ৭০ লাখ ব্যবহারকারী থাকা টিকটক প্ল্যাটফর্মটি বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয়।
উল্লেখ্য, টিকটক এবং এর মাতা প্রতিষ্ঠান বিটডান্স এখনও চুক্তির বিষয়ে মন্তব্য করেনি।