Thursday, November 20, 2025
spot_img
Homeআপনার স্বাস্থ্যট্রাম্প প্রশাসনের সময়ে মানসিক স্বাস্থ্য সংস্থায় কর্মী ছাঁটাই, শাটডাউনের প্রভাবে ক্রমবর্ধমান সংকট

ট্রাম্প প্রশাসনের সময়ে মানসিক স্বাস্থ্য সংস্থায় কর্মী ছাঁটাই, শাটডাউনের প্রভাবে ক্রমবর্ধমান সংকট

ট্রাম্প প্রশাসনের অধীনে দেশের প্রধান মানসিক স্বাস্থ্য সংস্থায় এক লাখেরও বেশি কর্মী ছাঁটাই করা হয়েছে। শাটডাউন চলাকালীন সময়ে এই কর্মী ছাঁটাই নিয়ে সংস্থার ভেতরের সূত্রগুলো সূত্রপাত করছে হতাশা এবং আতঙ্ক।

সংস্থার বর্তমান ও প্রাক্তন কর্মীরা জানিয়েছেন, কর্মী ছাঁটাইটি ছিল সরকারি পর্যায়ের একটি ব্যাপক “Reduction in Force” কর্মসূচির অংশ। শুক্রবার রাত আটটার আগে অনেক কর্মী হঠাৎ এই নোটিশ পায়। সংস্থার অভ্যন্তরীণ একজন সূত্র জানিয়েছে, কার চাকরি কেটে দেওয়া হবে তা নিয়ে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। সূত্রটি বলেছে, “আজকের সাধারণ অনুভূতি হলো—অবাক এবং বোঝা যাচ্ছে না কেন।”

প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রায় ১২৫ জন কর্মী এই ছাঁটাইয়ের শিকার হয়েছেন। SAMHSA-র মোট কর্মীসংখ্যা ছিল প্রায় ৯০০ জন, কিন্তু এই প্রশাসন শুরু হওয়ার পর থেকেই ইতিমধ্যেই বসন্তে এর এক তৃতীয়াংশ কর্মী ছাঁটাইয়ের শিকার হয়েছেন। নতুন এই ছাঁটাইয়ের ফলে সংস্থার কার্যক্ষমতা প্রায় অর্ধেকে নেমে এসেছে।

স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই ছাঁটাই সরাসরি সরকারের চলমান শাটডাউনের ফলাফল। এই সংস্থা ৯৮৮ আত্মহত্যা প্রতিরোধ হটলাইন পরিচালনা করে এবং মানসিক স্বাস্থ্য ও নেশা নিরাময় পরিষেবার জন্য রাজ্যগুলোতে কোটি কোটি ডলার অনুদান বিতরণ করে। ১৯৯২ সালে দ্বি-পক্ষীয় আইন অনুযায়ী এই সংস্থা গঠিত হয় এবং ২০২৪ সালে এর বাজেট প্রায় ৭.৫ বিলিয়ন ডলার ছিল, যা মূলত রাজ্যগুলোর প্রোগ্রামে খরচ করা হয়।

SAMHSA-র সঙ্গে সঙ্গে রোগতত্ত্ব কেন্দ্র CDC-তেও কর্মী ছাঁটাই হয়। যদিও কিছু ক্ষেত্রে পরে পুনর্বিবেচনার মাধ্যমে কিছু কর্মীকে পুনঃনিয়োগ করা হয়েছে। CDC-র কর্মীরা জানিয়েছেন যে সংস্থার রোগ নজরদারি, প্রাদুর্ভাব পূর্বাভাস, দীর্ঘমেয়াদী রোগ, টিকা এবং শ্বাসনালী সংক্রান্ত বিভাগের উপর ব্যাপক ছাঁটাই হয়েছে। একটি ছাঁটাইপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “যদি কেউ প্রকাশ্যভাবে না বলে আমেরিকার জনস্বাস্থ্য সক্ষমতা দুর্বল করতে চায়, তবে এভাবেই করা যায়—যারা তথ্য সংযুক্ত করে, সংস্থা সচল রাখে এবং জনসাধারণকে তথ্য দেয় তাদের সরিয়ে দেওয়া।”

নির্দিষ্টভাবে CDC-র কিছু সিনিয়র কর্মকর্তা, যেমন স্ব measles প্রতিক্রিয়া দলের দায়িত্বে থাকা কর্মকর্তারা, ছাঁটাইয়ের প্রভাবের মধ্যে পড়েছেন। স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন যে আরও কিছু সংস্থা বন্ধ করা হতে পারে, বিশেষ করে এমন সংস্থা যা প্রশাসনের স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্য ও পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ফলস্বরূপ, মানসিক স্বাস্থ্য সংস্থা ও জনস্বাস্থ্য সংস্থাগুলোতে ছাঁটাই এবং শাটডাউনের কারণে দেশের স্বাস্থ্য সেবার সক্ষমতা হুমকির মুখে পড়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments