Sunday, October 5, 2025
spot_img
Homeকমিউনিটি সংবাদট্রাম্পের ১৫ বিলিয়ন ডলারের মামলা নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে

ট্রাম্পের ১৫ বিলিয়ন ডলারের মামলা নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক টাইমস, চারজন সাংবাদিক এবং একটি প্রকাশনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। মামলায় অভিযোগ আনা হয়েছে, গণমাধ্যমটি তার ব্যবসায়িক সুনাম নষ্টের পাশাপাশি ২০২৪ সালের নির্বাচনী প্রচারণাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে।

সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মধ্যবর্তী জেলার ফেডারেল আদালতে দায়ের করা মামলায় বলা হয়, সংবাদপত্র ও সংশ্লিষ্টরা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে সাবেক প্রেসিডেন্টের ভাবমূর্তি নষ্ট করেছেন। একইসঙ্গে আদালতের বিচারক ও জুরিদের কাছে নেতিবাচক ধারণা তৈরির চেষ্টা করা হয়েছে।

অভিযোগে বলা হয়, সংবাদপত্রের কয়েকজন প্রতিবেদক দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করে সাবেক প্রেসিডেন্টের ব্যবসায়িক সাফল্য নিয়ে প্রশ্ন তুলেছেন, অতীতের বিতর্কিত ঘটনা সামনে এনেছেন এবং তাকে কর্তৃত্ববাদী চরিত্র হিসেবে তুলে ধরেছেন। এছাড়া ডেমোক্রেটিক প্রার্থীকে সমর্থন জানানো সম্পাদকীয়তেও তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করা হয়েছে।

প্রকাশনা সংস্থাটির বিরুদ্ধেও মামলা করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ওই প্রতিষ্ঠানের একটি বইতে ট্রাম্পের পারিবারিক সম্পদ অপচয় এবং সাফল্যের ভ্রান্ত ধারণা তৈরির প্রসঙ্গ আনা হয়েছে।

মামলায় ক্ষতিপূরণ হিসেবে অন্তত ১৫ বিলিয়ন ডলার দাবি করা হয়েছে। এছাড়াও অনির্দিষ্ট পরিমাণ শাস্তিমূলক ক্ষতিপূরণের কথাও উল্লেখ রয়েছে।

অন্যদিকে, গণমাধ্যম ও প্রকাশনা প্রতিষ্ঠানের আইনজীবীরা এর আগেই ট্রাম্পের অভিযোগের জবাব দিয়ে তাদের প্রতিবেদনের পক্ষে অবস্থান নিয়েছেন। তারা বলেন, নেতিবাচক তথ্য প্রকাশ মানেই নাশকতা নয়, বরং গণতান্ত্রিক সমাজে তথ্য বিনিময়ের অংশ।

এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গেও ট্রাম্পের একাধিক মামলা-মোকদ্দমার ঘটনা ঘটেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments