Sunday, October 5, 2025
spot_img
Homeইমিগ্রেশন তথ্যট্রাম্পের ভিসা ফি আতঙ্কে মার্কিন সফটওয়্যার পেশাজীবীর $৮,০০০ খরচে ফিরতি যাত্রা

ট্রাম্পের ভিসা ফি আতঙ্কে মার্কিন সফটওয়্যার পেশাজীবীর $৮,০০০ খরচে ফিরতি যাত্রা

মার্কিন যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মীদের জন্য এইচ-১বি ভিসা সংক্রান্ত হঠাৎ সিদ্ধান্তে দুশ্চিন্তায় পড়েছেন অনেক বিদেশি কর্মী। এরই মধ্যে এক সফটওয়্যার পেশাজীবী, যিনি দীর্ঘ ১১ বছর ধরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, বাধ্য হয়ে ভারতের নাগপুর থেকে তড়িঘড়ি করে ফেরার পথে $৮,০০০ ডলার (প্রায় £৫,৯০০) ব্যয় করেছেন।

তিনি পারিবারিক প্রয়োজনে ভারতে অবস্থান করছিলেন। তবে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক নির্বাহী আদেশে ঘোষণা দেন, নতুন দক্ষ কর্মী ভিসা (H-1B) আবেদনকারীদের জন্য কোম্পানিগুলোকে অতিরিক্ত $১,০০,০০০ ডলার ফি প্রদান করতে হবে। যদিও হোয়াইট হাউস পরে জানায় এটি শুধুমাত্র নতুন ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য এবং বর্তমান ভিসাধারীদের জন্য নয়, তবে তখন অনেকেই ইতোমধ্যে তাড়াহুড়ো করে দেশে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন।

ভারতের নাগরিকরাই এ ভিসা কর্মসূচির সবচেয়ে বড় সুবিধাভোগী—প্রতি বছর প্রদত্ত ৮৫,০০০ ভিসার মধ্যে ৭০ শতাংশই ভারতীয়দের দখলে থাকে। ফলে এই সিদ্ধান্তকে ঘিরে বিভ্রান্তি এবং আতঙ্ক দ্রুত ছড়িয়ে পড়ে।

উক্ত সফটওয়্যার পেশাজীবী জানান, তিনি মাত্র আট ঘণ্টার মধ্যে একাধিক ফ্লাইট বুকিং ও রিবুকিং করেছেন যাতে সময়সীমার আগে যুক্তরাষ্ট্রে পৌঁছানো যায়। তার ভাষায়, “একটুখানি বিলম্ব হলেও হয়তো আর ফিরতে পারতাম না।”

তিনি আরও বলেন, এই কয়েকদিন ছিল অত্যন্ত মানসিক চাপের। “আমি যুক্তরাষ্ট্রে আমার যৌবনের সেরা সময় ব্যয় করেছি। কিন্তু এখন মনে হচ্ছে আমাদের আর প্রয়োজন নেই। আমার মেয়ের পুরো জীবনই কেটেছে যুক্তরাষ্ট্রে, হঠাৎ করে ভারতে ফিরে নতুন করে শুরু করার কথা ভাবতেই ভয় লাগে।”

হোয়াইট হাউস পরে পরিষ্কার করে জানায়, এই নতুন ফি বার্ষিক নয়, একবারের জন্যই প্রযোজ্য হবে এবং শুধুমাত্র নতুন ভিসার ক্ষেত্রেই কার্যকর হবে। বিদ্যমান ভিসাধারীরা আগের নিয়ম অনুযায়ী দেশ ছেড়ে আবার প্রবেশ করতে পারবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments