চীনের শীর্ষ গেমিং ও সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান টেনসেন্ট হোল্ডিংস অফশোর ইউয়ান বন্ড ইস্যুর মাধ্যমে ৯ বিলিয়ন ইউয়ান (প্রায় ১.২৭ বিলিয়ন ডলার) সংগ্রহ করেছে। তিন ধাপে সম্পন্ন এই বন্ড ডিলের মধ্যে ছিল ৫ বছর, ১০ বছর ও ৩০ বছরের বন্ড।
কোম্পানির তথ্যমতে, ৫ বছরের বন্ড থেকে সংগ্রহ হয়েছে ২ বিলিয়ন ইউয়ান, সুদের হার ২.১% নির্ধারণ করা হয়েছে। ১০ বছরের বন্ড থেকে উঠেছে ৬ বিলিয়ন ইউয়ান, যার সুদের হার ২.৫%। আর দীর্ঘমেয়াদি ৩০ বছরের বন্ড থেকে সংগ্রহ হয়েছে ১ বিলিয়ন ইউয়ান, সুদের হার ৩.১%।
বিনিয়োগকারীদের কাছে প্রাথমিকভাবে যে শর্ত জানানো হয়েছিল, তার চেয়ে প্রায় ৫০ বেসিস পয়েন্ট কম হারে চূড়ান্ত মূল্য নির্ধারণ করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় ধরনের ব্যয় করলেও টেনসেন্ট এখন আরও পরিমিত ব্যয়নীতিতে ঝুঁকছে। ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে ব্যয় হয়েছিল ৩৬.৬ বিলিয়ন ইউয়ান এবং চলতি বছরের প্রথম প্রান্তিকে ২৭.৫ বিলিয়ন ইউয়ান। তবে দ্বিতীয় প্রান্তিকে তা নেমে আসে ১৯.১ বিলিয়ন ইউয়ানে। আগস্টে আয়োজিত এক বৈঠকে বিশ্লেষকদের জানানো হয়, টেনসেন্ট এখন “স্মার্ট ব্যয়” কৌশল অবলম্বন করছে এবং দীর্ঘমেয়াদে টেকসই আয় নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।