Thursday, November 20, 2025
spot_img
Homeখেলার জগৎজন্মদিনের উচ্ছ্বাসে বিপাকে ব্রাজিলিয়ান তারকা, উচ্চস্বরে গান বাজানোয় মামলা

জন্মদিনের উচ্ছ্বাসে বিপাকে ব্রাজিলিয়ান তারকা, উচ্চস্বরে গান বাজানোয় মামলা

জন্মদিনের আনন্দ এবার ভিন্ন রূপে ফিরেছে ব্রাজিলের ফুটবল তারকা ও রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ডের জীবনে। নিজের জন্মদিনে আয়োজিত উৎসবের কারণে বিপাকে পড়েছেন তিনি। প্রতিবেশীদের শান্তি বিঘ্নিত করার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে ব্রাজিলের আদালতে।

রিও ডি জেনিরোর ভারজেম গ্রান্দের লাজেদো পার্টি হাউসে ছিল তাঁর ২৫তম জন্মদিনের আয়োজন। গত ১২ জুলাই তিনি পা রাখেন ২৫-এ, আর সেই উপলক্ষে ১৯ জুলাই শুরু হওয়া পার্টি শেষ হয় ২১ জুলাই ভোর চারটায়। দীর্ঘ এই উদ্‌যাপনে উচ্চস্বরে গান বাজানো, আলো ঝলমলে পরিবেশ ও অতিথিদের চিৎকার-চেঁচামেচিতে আশপাশের বাসিন্দারা বিরক্ত হন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় এক বাসিন্দা পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, পার্টিতে এমন মাত্রায় শব্দ ও আলোকসজ্জা চলছিল যে তা সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল। অসহনীয় এই পরিস্থিতির কারণে স্থানীয়রা বাধ্য হয়ে মিলিটারি পুলিশকে খবর দেন।

পুলিশ গিয়ে ওই তারকাকে উচ্চস্বরে গান বন্ধ করার নির্দেশ দেয়, যা তিনি মেনে নেন। কিন্তু পুলিশ চলে যাওয়ার পর পুনরায় আগের মতোই উৎসব শুরু হয়—চলতে থাকে জোরে গান, আলো, এবং উদ্দাম উচ্ছ্বাস। এই অভিযোগের ভিত্তিতে ব্রাজিলের নবম বিশেষ আদালতে মামলাটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। আগামী ৬ নভেম্বর মামলার শুনানি নির্ধারিত হয়েছে।

ব্রাজিলের বিচার বিভাগের সূত্রে জানা গেছে, মামলাটি এখন বিচারাধীন অবস্থায় আছে। আইন অনুযায়ী, ‘অন্যদের শান্তি ও কাজে বিঘ্ন ঘটানো’ অপরাধ হিসেবে গণ্য হয়। এমন অপরাধে ১৫ দিন থেকে তিন মাস পর্যন্ত কারাবাস এবং জরিমানা—দু’টির যেকোনো এক বা উভয় শাস্তি হতে পারে।

এ বিষয়ে ওই ফুটবলারের প্রেস অফিস জানিয়েছে, তিনি এখনো কোনো আনুষ্ঠানিক নোটিশ পাননি। অন্যদিকে, তাঁর আইনজীবীরা এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি বলে জানায় স্থানীয় গণমাধ্যম।

ব্রাজিলের বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, জন্মদিনের পার্টিটি ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ। লাইভ পারফরম্যান্সের আয়োজন ছিল সেখানে, যেখানে যুক্তরাষ্ট্রের বিখ্যাত র‍্যাপার ট্রাভিস স্কট মঞ্চ মাতিয়েছেন। আতশবাজি, আলোকসজ্জা এবং বিনোদন পার্কের মতো ব্যবস্থায় উৎসবটি রূপ নেয় এক মহোৎসবে।

সূত্রগুলো জানায়, এই পার্টিতে প্রায় ৫০০ অতিথি উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন তাঁর ক্লাবের সতীর্থ ও দেশের সংগীত জগতের জনপ্রিয় শিল্পীরাও।

তবে এখন সেই আনন্দময় আয়োজনই তাঁর জন্য আইনি ঝামেলার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেশীদের শান্তি বিঘ্নিত করার অভিযোগে দায়ের করা মামলাটি প্রমাণিত হলে তাঁকে শাস্তির মুখোমুখি হতে হবে। আপাতত আদালতের রায়ের অপেক্ষায় আছেন সবাই—এই তারকার জন্মদিনের উচ্ছ্বাস শেষ পর্যন্ত কতটা ‘মূল্যবান’ হয়ে দাঁড়ায়, সেটিই এখন দেখার বিষয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments