Sunday, January 4, 2026
spot_img
Homeআপনার স্বাস্থ্যগ্লিপি-ওয়ান ওষুধ নিয়ে ডব্লিউএইচওর বড় নির্দেশনা

গ্লিপি-ওয়ান ওষুধ নিয়ে ডব্লিউএইচওর বড় নির্দেশনা

জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক প্রধান সংস্থা ডব্লিউএইচও প্রাপ্তবয়স্কদের স্থূলতা নিয়ন্ত্রণে গ্লিপি-ওয়ান ওষুধ ব্যবহারের সুপারিশ করেছে। সোমবার প্রকাশিত এই নির্দেশনা সংস্থার স্থূলতা ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিনের দৃষ্টিভঙ্গিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

স্বাস্থ্য সংস্থাটি জানিয়েছে, গ্লিপি-ওয়ান ধরনের ওষুধকে দীর্ঘমেয়াদি চিকিৎসা পরিকল্পনার অংশ হিসেবে বিবেচনা করা যেতে পারে, যেখানে ওষুধের পাশাপাশি স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস এবং নিয়মিত শারীরিক কার্যকলাপ সম্পর্কে পরামর্শ থাকবে। এর আগে ডব্লিউএইচও মূলত খাদ্যাভ্যাস ও ব্যায়ামভিত্তিক দিকগুলোতেই জোর দিয়েছিল।

নতুন নির্দেশিকাটি মেডিকেল জার্নাল জেএএমএতে প্রকাশিত হয়। সেখানে দীর্ঘমেয়াদি চিকিৎসাকে সংজ্ঞায়িত করা হয়েছে ছয় মাস বা তার বেশি সময় ধরে নিয়মিত ওষুধ ব্যবহারের মাধ্যমে।

প্রতিবেদনটিতে সংস্থার দায়িত্বশীলরা লিখেছেন যে গ্লিপি-ওয়ানভিত্তিক চিকিৎসা শুধু গবেষণাগত অগ্রগতি নয়, বরং সমাজের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তনের এক নতুন অধ্যায়। স্থূলতাকে এক সময় শুধুই জীবনযাপনের সমস্যা হিসেবে দেখা হলেও এখন এটিকে জটিল, প্রতিরোধযোগ্য এবং চিকিৎসাযোগ্য দীর্ঘমেয়াদি রোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তবে নির্দেশিকায় আরও বলা হয়েছে যে শুধুমাত্র ওষুধ দিয়ে বৈশ্বিক স্থূলতার সমস্যা সমাধান করা সম্ভব নয়। বংশগত বৈশিষ্ট্য এবং পরিবেশগত প্রভাব, যেমন মানসিক চাপের বৃদ্ধি বা প্রক্রিয়াজাত খাবারের বেশি গ্রহণ, উল্লেখযোগ্যভাবে ভূমিকা রাখতে পারে।

আনুষ্ঠানিক ভাষায় গ্লিপি-ওয়ান এ্যাগোনিস্ট নামে পরিচিত এই শ্রেণির ওষুধ শরীরের এমন একটি হরমোনের কার্যকারিতা অনুকরণ করে, যা পেট ভরার সংকেত মস্তিষ্কে পাঠায়। এর মাধ্যমে ক্ষুধা কমে যায়।

গত কয়েক বছরে এই ওষুধের ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, এটি ওজন কমাতে সহায়তা করতে পারে এবং উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো স্থূলতা-সম্পর্কিত ঝুঁকি কমাতে পারে। যুক্তরাষ্ট্রে প্রতি আটজন প্রাপ্তবয়স্কের একজন বর্তমানে ওজন নিয়ন্ত্রণ বা ডায়াবেটিসসহ অন্যান্য অবস্থার চিকিৎসায় এই ধরনের ওষুধ ব্যবহার করছেন বলে জানিয়েছে একটি স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান।

গত সেপ্টেম্বরে ডব্লিউএইচও ডায়াবেটিস চিকিৎসার জন্য গ্লিপি-ওয়ান ওষুধকে তাদের জরুরি প্রয়োজনীয় ওষুধের তালিকায় যুক্ত করেছিল, যদিও শুধুমাত্র স্থূলতার জন্য তখনও অনুমোদন দেয়নি।

নতুন নির্দেশিকাটি প্রস্তুত করেছে স্থূলতা, ওষুধবিজ্ঞান এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি কমিটি। সংস্থার সদস্য রাষ্ট্রগুলোর অনুরোধে এই কাজ শুরু হয়। এর আগে বিভিন্ন দেশের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা, যার মধ্যে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনও রয়েছে, গ্লিপি-ওয়ান ওষুধ ব্যবহারের অনুমোদন দেয়।

অনেক দেশ তাদের স্বাস্থ্যনীতিতে ডব্লিউএইচওর সুপারিশ অনুসরণ করে থাকে।

সংস্থাটি জানিয়েছে, সুপারিশটি শর্তসাপেক্ষ। অর্থাৎ, উপকারিতা সম্ভাব্যভাবে ঝুঁকির চেয়ে বেশি হলেও আরও দীর্ঘমেয়াদি গবেষণা প্রয়োজন। জেএএমএতে প্রকাশিত প্রতিবেদনে ভবিষ্যতে ওষুধটির নিরাপত্তা ও কার্যকারিতা সম্পর্কে আরও প্রমাণ সংগ্রহ করার পাশাপাশি দাম কমিয়ে সবার নাগালের মধ্যে আনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রচলিত কয়েকটি জনপ্রিয় ওজন কমানোর ওষুধের দাম মাসে এক হাজার ডলারের বেশি। যদিও সাম্প্রতিক সময়ে দেশের প্রশাসন ওষুধ নির্মাতা কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে এমন একটি চুক্তি করেছে, যা নিজ খরচে চিকিৎসা নেওয়া ব্যক্তি বা মেডিকেয়ার ও মেডিকেইড সুবিধাভোগীদের জন্য ব্যয় কমাতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments