মানুষ এখন ১৯৫০ সালের তুলনায় গড়ে ২০ বছর বেশি বাঁচছে এবং তাই ক্রমবর্ধমান সংখ্যক ব্যক্তি জীবনের শেষ পর্বটি কাটানোর জন্য বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। নিজের বাড়ি বিক্রি করা, পরিচিত পরিবেশ ছেড়ে নতুন দেশে স্থায়ী হওয়া একটি বড় সিদ্ধান্ত, তাই এই পরিবর্তনের আগে পর্যাপ্ত গবেষণা জরুরি।
আন্তর্জাতিক অবসর জীবনধারা ভিত্তিক মাসিক ম্যাগাজিন ‘ইন্টারন্যাশনাল লিভিং’ প্রতি বছর যেভাবে গ্লোবাল রিটায়ারমেন্ট ইনডেক্স প্রকাশ করে, তাতে জীবনযাত্রার ব্যয়, স্বাস্থ্যসেবা, আবাসন, ভিসা সহজলভ্যতা, জলবায়ু এবং সমাজে মিশে যাওয়ার সুবিধাসহ নানা দিক থেকে মূল্যায়ন করা হয়। তাদের সদ্য প্রকাশিত ২০২৬ সালের সূচকে শীর্ষে উঠে এসেছে দক্ষিণ ইউরোপের সেই দেশটি, যার হাজারো মনোরম দ্বীপ পর্যটকদের স্বর্গ হিসেবে পরিচিত। প্রতিষ্ঠানের নির্বাহী সম্পাদক জানান, ইউরোপে অবসর জীবন বেছে নেওয়ার ক্ষেত্রে পরিবর্তন এসেছে এবং গ্রীস এখন এমন একটি দেশ যেখানে সৌন্দর্য, স্বাগতপরায়ণ পরিবেশ, সাশ্রয়ী ব্যয় এবং সহজ রেসিডেন্সি সুবিধা সবকিছুরই সমন্বয় রয়েছে।
ইনডেক্স অনুযায়ী শীর্ষ দশ দেশ এবং সেখানে অবসর জীবন কাটানো ব্যক্তিদের অভিজ্ঞতা তুলে ধরা হলো।
গ্রীস
গ্রীসের গোল্ডেন ভিসা প্রোগ্রাম বিদেশিদের জন্য অন্যতম সহজ রেসিডেন্সি ব্যবস্থা হিসেবে বিবেচিত। ন্যূনতম ২ লাখ ৫০ হাজার ইউরো বিনিয়োগে আবাসিক অনুমতি পাওয়া যায় এবং দেশটি জলবায়ু, স্বাস্থ্যসেবা এবং আবাসন সুবিধার ক্ষেত্রেও উচ্চ স্কোর পেয়েছে। ক্রিট দ্বীপের একটি গ্রামের দুই শয্যার বাড়ি মাত্র এক লাখ ৫০ হাজার ডলারে কিনে সেখানে স্থায়ী হওয়া এক দম্পতি জানিয়েছেন যে তারা সমুদ্রের কাছাকাছি শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় চিকিৎসা ও বাজারসুবিধার সহজলভ্যতাকে অগ্রাধিকার দিয়েছেন।
পানামা
ভিসা সুবিধা ও অবসরপ্রাপ্তদের বিশেষ বেনিফিটের ক্ষেত্রে পানামা প্রথম স্থানে। তাদের পেনসিয়োনাডো প্রোগ্রামে বিনোদন, পরিবহন, বিমান ভাড়া, চিকিৎসা বিলসহ নানা খাতে উল্লেখযোগ্য ছাড় পাওয়া যায়। দেশটির স্বাস্থ্যসেবা যুক্তরাষ্ট্রের মান রক্ষা করেও তুলনামূলকভাবে অনেক কম খরচে দেওয়া হয়। রাজধানী পানামা সিটি তার শহরসীমার মধ্যেই রেইনফরেস্ট থাকার জন্যও বিশেষ পরিচিত।
কোস্টা রিকা
জলবায়ুর জন্য শীর্ষে থাকা কোস্টা রিকা পরিবেশ সুরক্ষায় অত্যন্ত গুরুত্ব দেয়। এর ২৫ শতাংশ ভূমি সংরক্ষিত রেইনফরেস্ট এবং ৯৯ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য শক্তি থেকে আসে। বিশ্বের পাঁচটি ব্লু জোনের একটি নিকোয়া পেনিনসুলা এই দেশেই, যেখানে বাসিন্দাদের দীর্ঘায়ু বিশ্বজুড়ে আলোচনার বিষয়।
পর্তুগাল
স্বাস্থ্যসেবার মানে ফ্রান্সের পরেই অবস্থান পর্তুগালের। আবহাওয়া এবং প্রশাসনিক স্থিতিশীলতায়ও দেশটি উচ্চ স্কোর করেছে। আবাসিক সম্পদ বিনিয়োগের মাধ্যমে গোল্ডেন ভিসা কার্যক্রম বন্ধ হলেও অন্যান্য বিনিয়োগভিত্তিক ভিসা চালু রয়েছে। স্থায়ী আয়ের প্রমাণ দেখিয়ে যে ডি৭ ভিসা পাওয়া যায়, তা অবসরপ্রাপ্তদের জন্য বেশ জনপ্রিয়।
মেক্সিকো
মেক্সিকোতে প্রায় দশ লাখ উত্তর আমেরিকান নাগরিক বসবাস করেন। কম জীবনযাত্রার ব্যয়, উন্নত অবকাঠামো, দ্রুতগতির ইন্টারনেট এবং সাশ্রয়ী স্বাস্থ্যসেবার কারণে দেশটি অবসর জীবনের জন্য অত্যন্ত আকর্ষণীয়।
ইতালি
ইতালিতে সমাজে মিশে যাওয়া সহজ বলে ইনডেক্সে উচ্চ নম্বর পেয়েছে। স্বাস্থ্যসেবার মানও প্রশংসিত। লাজিও অঞ্চলের একটি চতুর্দশ শতকের পুরনো অ্যাপার্টমেন্ট স্বল্পমূল্যে কিনে সংস্কার করে বসবাস শুরু করা এক দম্পতি জানান যে পুরনো স্থাপনা সংরক্ষণে ইতালির আগ্রহ এবং স্থানীয়দের আন্তরিকতা তাদের অভিজ্ঞতাকে সুন্দর করেছে।
ফ্রান্স
ফ্রান্স আন্তর্জাতিকভাবে পরিচিত উন্নত স্বাস্থ্যসেবা ব্যবস্থার জন্য সর্বোচ্চ স্কোর পেয়েছে। যদিও বিদেশি অবসরপ্রাপ্তদের জন্য বিনামূল্যে সেবা বন্ধের একটি প্রস্তাব আলোচনায় রয়েছে, তবুও দেশটির জলবায়ু, সংস্কৃতি এবং জীবনধারা অবসর কাটানোর জন্য যথেষ্ট আকর্ষণীয়।
স্পেন
স্বাস্থ্যসেবা এবং সমাজে মিশে যাওয়ার সুবিধায় স্পেন সামনে থাকলেও জীবনযাত্রার ব্যয় তুলনামূলক কিছুটা বেশি। নন লুকরেটিভ ভিসার মাধ্যমে অনেকেই কাজ না করেও দেশটিতে বসবাসের সুযোগ পান। সরকারি স্বাস্থ্যসেবায় সহজ প্রবেশাধিকারও বড় সুবিধা।
থাইল্যান্ড
কম জীবনযাত্রার ব্যয়, মনোরম আবহাওয়া এবং স্থিতিশীল অবকাঠামোর কারণে থাইল্যান্ড অবসরপ্রাপ্তদের কাছে জনপ্রিয়। নিরাপদ পরিবেশ এবং সাশ্রয়ী আবাসন সুবিধা দেশটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
মালয়েশিয়া
সাশ্রয়ী ব্যয়, আধুনিক অবকাঠামো এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য মালয়েশিয়া তালিকায় রয়েছে। এমএম২এইচ প্রোগ্রাম অবসর জীবনের জন্য রেসিডেন্সি পাওয়ার সহজ উপায় হিসেবে বিবেচিত।



