Monday, October 6, 2025
spot_img
Homeসম্পাদকীয়গুলি খোলসে ‘ফ্যাসিবাদ’ আর ইন্টারনেট মিম—চাঞ্চল্যকর বার্তা রেখে গ্রেপ্তার অভিযুক্ত বন্দুকধারী

গুলি খোলসে ‘ফ্যাসিবাদ’ আর ইন্টারনেট মিম—চাঞ্চল্যকর বার্তা রেখে গ্রেপ্তার অভিযুক্ত বন্দুকধারী

যুক্তরাষ্ট্রে এক বন্দুকধারীর হাতে সংঘটিত প্রাণঘাতী হামলার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। কর্তৃপক্ষ জানায়, অভিযুক্ত ব্যক্তির ব্যবহৃত গুলি ও অস্ত্রে ফ্যাসিবাদবিরোধী স্লোগানসহ নানা ধরনের ইন্টারনেট মিম ও ভিডিও গেমের সাংকেতিক চিহ্ন পাওয়া গেছে।

তদন্তকারীরা জানান, অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হওয়া অন্তত চারটি গুলি খোলসে ভিন্ন ভিন্ন বার্তা খোদাই করা ছিল। এর মধ্যে একটি খোলসে লেখা ছিল—“Hey fascist! Catch! ↑ → ↓↓↓”—যা জনপ্রিয় এক ভিডিও গেমের কৌশলগত সংকেতের সঙ্গে মিলে যায়। ওই বার্তা ফ্যাসিবাদের ব্যঙ্গাত্মক ইঙ্গিত হিসেবেও ধরা হচ্ছে।

আরেকটি খোলসে লেখা ছিল—“notices, bulges, OWO, what’s this?”—যা অনলাইন ‘ফারি সাবকালচার’ ও ভূমিকা-খেলার একটি ব্যঙ্গাত্মক মিমের ইঙ্গিত দেয়। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের লেখা অনেক সময় ইচ্ছাকৃতভাবে অস্পষ্ট রাখা হয়, যাতে তা বিশ্লেষণ করা কঠিন হয় এবং অনলাইনে আলোচনার জন্ম দেয়।

তদন্তে আরও জানা যায়, অভিযুক্ত যে রাইফেল ব্যবহার করেছে তা হলো Mauser Model 98, যাতে স্কোপ লাগানো ছিল। অস্ত্রটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন বনাঞ্চলে একটি গাঢ় কাপড়ে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়।

একটি খোলসে ইতালির বিখ্যাত গান “Bella Ciao”-এর কথাও পাওয়া গেছে, যা সাধারণত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত। আবার আরেকটি খোলসে লেখা ছিল—“If you read this, you are gay LMAO”—যা স্পষ্টতই তদন্তকারীদের ব্যঙ্গ করে লেখা।

সামাজিক যোগাযোগমাধ্যম ও মিম সংস্কৃতি নিয়ে গবেষণা করা বিশেষজ্ঞরা মনে করছেন, অভিযুক্ত ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর ও ‘ভিত্তিহীন’ বার্তা লিখেছে, যাতে একদিকে অনলাইনে আলোচনার জন্ম হয় এবং অন্যদিকে তার উদ্দেশ্য স্পষ্ট না হয়।

পূর্বের বেশ কিছু হামলাকারীর মতো এ ঘটনাতেও দেখা যাচ্ছে যে, মিম, অনলাইন সাবকালচার ও ভিডিও গেমের সঙ্গে জড়িয়ে থাকা অসংলগ্ন বার্তাগুলো গুলির খোলসে খোদাই করা হয়েছে। এর মাধ্যমে হামলাকারী মূলত অনলাইনে খ্যাতি ও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে চেয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অভিযুক্তকে বর্তমানে আটক রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যা, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও বিচারপ্রক্রিয়ায় বাঁধা সৃষ্টির অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তদন্তকারীরা বলছেন, অভিযুক্ত দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে আরও চরমপন্থী হয়ে উঠছিল এবং সাম্প্রতিক সময়ে এ বিষয়টি তার পরিবারের কাছেও প্রকাশ পেয়েছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments