রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে চার দফা দাবিতে আজ বুধবার সকাল সোয়া ১১টার দিকে সড়ক অবরোধে নামে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
অবরোধের ফলে সাতরাস্তা মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে আশপাশের সড়কগুলোতেও। মুহূর্তেই সৃষ্টি হয় তীব্র যানজট, দুর্ভোগে পড়েন যাত্রীরা।
আন্দোলনকারীরা জানান, তাদের চার দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। দাবিগুলো হলো—
১. ডিপ্লোমা প্রকৌশলীদের হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।
২. বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা।
৩. কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা।
৪. ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করা।
শিক্ষার্থীদের অভিযোগ, পূর্বের ছয় দফা দাবি সরকার মেনে নিলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। তারা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না।