Thursday, November 20, 2025
spot_img
Homeএডুকেশনকানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তিতে রেকর্ড পতন

কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তিতে রেকর্ড পতন

কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির হার গত এক বছরে নজিরবিহীনভাবে কমে গেছে। ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডার (আইআরসিসি) সর্বশেষ তথ্য বলছে, নতুন সরকারি নীতির প্রভাবেই ২০২৫ সালের আগস্টে আন্তর্জাতিক শিক্ষার্থী আগমন কমেছে ৪৩ শতাংশেরও বেশি। সরকার যেভাবে অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়েছে, তার সরাসরি প্রতিফলন পড়েছে শিক্ষার্থী আগমনের পরিসংখ্যানে।

২০২৫ সালের আগস্টে নতুন আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে কানাডায় ভিসা নিয়ে পৌঁছেছেন মোট ৪৫ হাজার ৩৮০ জন। আগের বছরের একই মাসে এই সংখ্যা ছিল ৭৯ হাজার ৭৯৫ জন। ফলে এক বছরের ব্যবধানে শিক্ষার্থী আগমন কমেছে প্রায় ৪৩ দশমিক ১ শতাংশ।

এই পতন কেবল আগস্ট মাসেই সীমাবদ্ধ নয়, বরং পুরো বছরজুড়েই একই প্রবণতা বিদ্যমান। ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সময়ে ১ লাখ ৩২ হাজার ৫০৫ জন কম নতুন শিক্ষার্থী কানাডায় এসেছেন আগের বছরের তুলনায়। অর্থাৎ ধারাবাহিকভাবে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তিতে এক ধরনের মন্দা চলছে।

আরও উদ্বেগজনক বিষয় হলো, দেশে বৈধ স্টাডি পারমিটধারী মোট আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যাও কমে গেছে ২৬ শতাংশ। ২০২৪ সালের আগস্টে যেখানে স্টাডি পারমিটধারীর সংখ্যা ছিল ৬ লাখ ৫১ হাজার ২৩০, ২০২৫ সালের আগস্টে তা নেমে এসেছে ৫ লাখ ১৪ হাজার ৫৪০-এ।

বিশ্লেষকদের মতে, সরকারের নীতিগত পরিবর্তনের মূল উদ্দেশ্য হলো দেশে অস্থায়ী বাসিন্দার সংখ্যা কমানো। সরকার আগেই ঘোষণা দিয়েছিল, কানাডার মোট জনসংখ্যার ৫ শতাংশের নিচে অস্থায়ী বাসিন্দা সীমাবদ্ধ রাখাই তাদের লক্ষ্য। সর্বশেষ পরিসংখ্যান বলছে, সেই লক্ষ্য পূরণের পথে দেশটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে।

শিক্ষার্থীদের পাশাপাশি বিদেশি কর্মীদের ক্ষেত্রেও একই ধরনের পতন লক্ষ্য করা গেছে। ২০২৫ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত সময়ে কানাডায় নতুন অস্থায়ী বিদেশি কর্মী এসেছেন ৫৯ হাজার ৩৬৫ জন, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ৩৫ শতাংশ কম। আগের বছর এই সংখ্যা ছিল ৯১ হাজার ৬৯৫।

মোট হিসাবে দেখা যাচ্ছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত সময়ে কানাডায় নতুন আন্তর্জাতিক শিক্ষার্থী ও অস্থায়ী কর্মী মিলিয়ে মোট আগমন দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার ৯৪৫ জন। এই সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় ২ লাখ ৭৮ হাজার ৯০০ জন কম।

এ বছর নতুন আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির জন্য সরকারের নির্ধারিত লক্ষ্য ছিল ৩ লাখ ৫ হাজার ৯০০ জন। কিন্তু আগস্ট পর্যন্ত দেশে শিক্ষার্থী আগমনের সংখ্যা সেই লক্ষ্যের মাত্র ২৯ দশমিক ২৪ শতাংশে দাঁড়িয়েছে।

অন্যদিকে, কানাডা খুব শিগগিরই ঘোষণা করতে যাচ্ছে নতুন “ইমিগ্রেশন লেভেলস প্ল্যান ২০২৬–২০২৮।” এই পরিকল্পনার মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থী নীতি ও অস্থায়ী বসবাস সংক্রান্ত ভবিষ্যৎ দিকনির্দেশনা স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে। শিক্ষা ও অভিবাসন সংশ্লিষ্ট মহল মনে করছে, নতুন পরিকল্পনাই নির্ধারণ করবে কানাডার ভবিষ্যৎ আন্তর্জাতিক শিক্ষার্থী গ্রহণ নীতির গতি ও পরিধি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments