Thursday, November 20, 2025
spot_img
Homeপ্রযুক্তি জগৎকর্পোরেট কর্মীদের জন্য গুগলের নতুন উদ্যোগ: ‘জেমিনি সাবস্ক্রিপশন’ এখন আরও সহজ এআই...

কর্পোরেট কর্মীদের জন্য গুগলের নতুন উদ্যোগ: ‘জেমিনি সাবস্ক্রিপশন’ এখন আরও সহজ এআই সহকারী তৈরিতে

কর্পোরেট জগতে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার আরও সহজ ও কার্যকর করতে নতুন করে সাবস্ক্রিপশন ভিত্তিক পরিষেবা চালু করেছে গুগল। এই নতুন উদ্যোগের নাম “জেমিনি সাবস্ক্রিপশন”, যার মাধ্যমে অফিস ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী এআই এজেন্ট তৈরি করতে পারবেন। এই এআই এজেন্টগুলো নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে সাহায্য করবে, ফলে কর্মীদের সময় ও শ্রম দুটোই বাঁচবে।

জেমিনি সাবস্ক্রিপশন মূলত দুইটি পর্যায়ে চালু করা হয়েছে—Gemini Enterprise এবং Gemini Business
বড় প্রতিষ্ঠানের জন্য তৈরি করা Gemini Enterprise-এর মাসিক সাবস্ক্রিপশন ফি প্রতি ব্যবহারকারীর জন্য ৩০ ডলার, আর ছোট ও মাঝারি প্রতিষ্ঠানের জন্য Gemini Business প্যাকেজের মূল্য নির্ধারিত হয়েছে প্রতি ব্যবহারকারীর জন্য ২১ ডলার।

এই প্ল্যানগুলো ব্যবহার করে কর্পোরেট কর্মীরা Box, MicrosoftSalesforce–এর ডেটা থেকে তথ্য নিয়ে নিজেদের জন্য কাস্টমাইজড এজেন্ট তৈরি করতে পারবেন। এছাড়াও গুগলের তৈরি প্রি-বিল্ট এজেন্টগুলো সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স ও কাস্টমার ম্যানেজমেন্টের কাজেও সাহায্য করবে।

জেমিনি সাবস্ক্রিপশনের সঙ্গে থাকবে Agentspace নামের সেই এজেন্ট-বিল্ডিং টুলের সুবিধা, যেটি গুগল গত বছরের ডিসেম্বর মাসে প্রথম ঘোষণা করেছিল। আগের Agentspace ব্যবহারকারীরা বিনামূল্যে নতুন Gemini Enterprise অথবা Gemini Business-এ আপগ্রেড করার সুযোগ পাবেন তাদের চুক্তির মেয়াদ পর্যন্ত।

এই নতুন সাবস্ক্রিপশনে গুগল যুক্ত করেছে Model Armor নামের একটি বিশেষ নিরাপত্তা ফিচার, যা এআই চ্যাটে আসা অনুরোধ ও উত্তরগুলো পর্যালোচনা ও ব্লক করতে সাহায্য করবে। ফলে প্রতিষ্ঠানগুলোকে আলাদা করে নিরাপত্তা সেটআপ নিয়ে ভাবতে হবে না।

এই ঘোষণা এসেছে মাত্র তিন দিন পর, যখন OpenAI দেখিয়েছে তাদের ChatGPT–তে কীভাবে তৃতীয় পক্ষের অ্যাপের টুল ব্যবহার করা যায়। প্রতিযোগিতার বাজারে গুগল ও মাইক্রোসফট এখন বড় আকারে প্রতিষ্ঠানগুলোকে এআই এজেন্টের ব্যবহারে উৎসাহিত করছে, যাতে কর্মীরা কিছু প্রক্রিয়া এজেন্টদের ওপর ছেড়ে দিয়ে অন্য গুরুত্বপূর্ণ কাজে মনোনিবেশ করতে পারেন। উল্লেখযোগ্য বিষয় হলো, Gemini Enterprise বা Gemini Business–এর জন্য কোনো কোডিং দক্ষতা প্রয়োজন নেই।

গুগলের ক্লাউড বিভাগ প্রধান এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন, টেলিকমিউনিকেশন, সফটওয়্যার, হসপিটালিটি ও ম্যানুফ্যাকচারিংসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান ইতিমধ্যেই এই সেবা ব্যবহার শুরু করেছে। তাঁর ভাষায়, “আমরা দেখছি বিভিন্ন খাতের সংস্থাগুলো নানা প্রয়োজনে এই এজেন্ট ব্যবহার করছে—এটাই আমাদের জন্য বড় সাফল্য।”

প্রযুক্তি গবেষণা সংস্থা গার্টনারের এক বিশ্লেষকের মতে, বর্তমানে বেশিরভাগ প্রতিষ্ঠান এআই এজেন্ট ব্যবহারের প্রাথমিক পর্যায়ে আছে। তবে গুগলের সিকিউরিটি ও গভর্নেন্স ব্যবস্থা বড় প্রতিষ্ঠানগুলোর আস্থা অর্জনে সাহায্য করবে।

এই জেমিনি সাবস্ক্রিপশন গুগলের নিজস্ব Gemini AI model–এর ওপর নির্ভরশীল, যা একসাথে টেক্সট, ছবি ও ভিডিও নিয়ে কাজ করতে পারে। গুগল এবং অন্যান্য এআই কোম্পানিগুলো নিয়মিতভাবে তাদের মডেল আপডেট করে, যাতে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো পুরনো প্রযুক্তিতে আটকে না যায়। বিশ্লেষকদের মতে, আসন্ন Gemini 3.0 সংস্করণের মাধ্যমে গুগল কীভাবে নতুনত্ব বজায় রাখে, সেটিই হবে তাদের জন্য বড় পরীক্ষার ক্ষেত্র।

সর্বশেষ, এই উদ্যোগ গুগলের কৌশলগত পদক্ষেপেরই অংশ, যেখানে তারা কর্পোরেট বিশ্বে আরও গভীরভাবে এআই ব্যবহারের সংস্কৃতি গড়ে তুলতে চায়। কৃত্রিম বুদ্ধিমত্তা এখন শুধু প্রযুক্তির অংশ নয়—ব্যবসা পরিচালনার অপরিহার্য উপাদান হয়ে উঠছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments