Thursday, November 20, 2025
spot_img
Homeবিশেষ প্রতিবেদনওয়ার্ল্ড কাপ ভ্রমণকারীদের জন্য যুক্তরাষ্ট্রে দ্রুত ভিসা প্রক্রিয়া ‘ফিফা পাস’

ওয়ার্ল্ড কাপ ভ্রমণকারীদের জন্য যুক্তরাষ্ট্রে দ্রুত ভিসা প্রক্রিয়া ‘ফিফা পাস’

আগামী বছরের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে আগ্রহী বিদেশি দর্শকদের জন্য বিশেষ ভিসা সুবিধা চালু করা হচ্ছে। প্রশাসনের নতুন এই উদ্যোগের ফলে বিশ্বকাপের টিকিটধারীরা সাধারণ ভিসা প্রক্রিয়ার তুলনায় দ্রুত সাক্ষাৎকারের সুযোগ পাবেন।

এই বিশেষ সুবিধার নাম দেওয়া হয়েছে ‘ফিফা পাস’, যার পূর্ণরূপ Prioritized Appointments Scheduling System। যারা ফিফার মাধ্যমে ম্যাচের টিকিট কিনেছেন, তারা একটি নির্দিষ্ট অনলাইন পোর্টালের মাধ্যমে দ্রুততর ভিসা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার সুযোগ পাবেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বকাপ উপলক্ষে পৃথিবীর নানা প্রান্ত থেকে বিপুল সংখ্যক দর্শক যুক্তরাষ্ট্রে আসবেন। ভিসার চাহিদা বেড়ে যাওয়ার কারণে দ্রুত ও সুনির্দিষ্ট সেবা দেওয়ার লক্ষ্যেই এই ব্যবস্থা। তবে নিরাপত্তা যাচাইয়ের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না; বরং সাধারণ আবেদনকারীদের মতোই সব ধরনের যাচাই–বাছাই সম্পন্ন করেই ভিসা প্রদান করা হবে।

রাষ্ট্র বিভাগের প্রধান জানিয়েছেন, বিশ্বব্যাপী বিভিন্ন দূতাবাস ও কনস্যুলেটে অতিরিক্ত ৪০০–এর বেশি কর্মকর্তাকে যোগ করা হয়েছে, যাতে ভিসা প্রক্রিয়া আরও গতিশীল হয়। তার মতে, বর্তমানে বিশ্বের প্রায় ৮০% জায়গায় যুক্তরাষ্ট্র ভ্রমণের ভিসা সাক্ষাৎকারের সময় ৬০ দিনের মধ্যেই পাওয়া সম্ভব হচ্ছে।

এদিকে ফিফার শীর্ষ দায়িত্বে থাকা কর্মকর্তা বলেন, যারা বিশ্বকাপের টিকিট কিনেছেন, তারা ফিফার নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে ভিসা সাক্ষাৎকারের অগ্রাধিকার সুবিধা পাবেন। তিনি আরও মনে করিয়ে দেন, যুক্তরাষ্ট্র বিশ্বকাপ আয়োজনে বিপুল আগ্রহ দেখাচ্ছে এবং ভ্রমণকারীদের স্বাগত জানাতে আগ্রহী।

আগামী বছরের বিশ্বকাপে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে। এই আয়োজনকে সফল করা প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। বিশ্বকাপ ড্র অনুষ্ঠিত হবে ডিসেম্বরে, যেখানে বিভিন্ন প্রস্তুতি ইতোমধ্যেই চূড়ান্ত পর্যায়ে।

এদিকে একটি মার্কিন শহরকে ঘিরে ভেন্যু পরিবর্তনের সম্ভাবনাও উঠে এসেছে। সেখানে স্থানীয় প্রশাসনের নতুন নীতি ও নিরাপত্তা উদ্বেগের কারণে প্রয়োজনে ম্যাচ অন্য শহরে স্থানান্তরের কথা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা উল্লেখ করেছেন। যদিও ফিফার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়ে সরাসরি কোনো প্রতিশ্রুতি দেননি, তিনি শুধু বলেন—বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার এবং যুক্তরাষ্ট্রে দর্শকদের আস্থার প্রমাণ হচ্ছে ইতোমধ্যেই বিক্রি হওয়া বিপুল সংখ্যক টিকিট।

ভিসা প্রক্রিয়া সহজ করার এই উদ্যোগ বিশ্বকাপের দর্শকদের জন্য নিঃসন্দেহে সুবিধাজনক হবে। তবে প্রশাসন জানিয়েছে, নিয়মিত ভিসা যাচাইয়ের সব ধাপই বজায় থাকবে; শুধু সাক্ষাৎকারের সময় দ্রুত পাওয়া যাবে। বিশ্বকাপের মতো বৈশ্বিক আয়োজন নির্বিঘ্ন করতে এ ধরনের ব্যবস্থা ভ্রমণকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments