এনসি স্টেট বিশ্ববিদ্যালয়ের সাবেক ১৪ জন পুরুষ অ্যাথলেট আবারও অভিযোগ তুলেছেন, ক্রীড়া চিকিৎসার নামে তাদের যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক স্পোর্টস মেডিসিন পরিচালক, যিনি ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন।
নতুন করে দায়ের করা এই মামলাটি নর্থ ক্যারোলাইনা ইন্ডাস্ট্রিয়াল কমিশনে করা হয়েছে, যেখানে বিশ্ববিদ্যালয়কে একটি সরকারি প্রতিষ্ঠান হিসেবে অবহেলার দায়ে অভিযুক্ত করা হয়েছে।
এর আগে একই দল ওয়েক কাউন্টি সুপিরিয়র কোর্টে মামলা দায়ের করে। সেখানে অভিযোগ আনা হয় যে চিকিৎসার নামে ম্যাসাজ সেশনের সময় যৌনাঙ্গে অশোভন আচরণ করা হতো। এই মামলায় অভিযুক্ত করা হয়েছে সাবেক পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের আটজন বর্তমান ও সাবেক কর্মকর্তাকে, যাদের দায়িত্ব ছিল এ ধরনের ঘটনার তদারকি করা।
অভিযোগকারীরা অধিকাংশই নিজেদের পরিচয় গোপন রাখতে “জন ডো” নামে মামলা করেছেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান মামলার বিষয়ে তারা কোনো মন্তব্য করবে না। অন্যদিকে অভিযুক্ত সাবেক কর্মকর্তার আইনজীবী অভিযোগ অস্বীকার করে বলেছেন, কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই যা তাকে দোষী প্রমাণ করে।
এই ঘটনাটি নতুন নয়; প্রায় তিন বছর আগে একজন অ্যাথলেটের দায়ের করা ফেডারেল মামলার মাধ্যমেই এর সূত্রপাত হয়েছিল। সর্বশেষ মামলার মাধ্যমে বিষয়টি আরও সম্প্রসারিত আকার পেয়েছে।